অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া টেস্ট জয়ের পর ভাগ্য বদলে গেছে ক্যারিবিয়ান ক্রিকেটার শামার জেসেফের। সেই ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের পর পুরো ক্রিকেট বিশ্বের নজরে এসেছেন এই পেসার। সম্প্রতি পিএসএলে দল পেয়েছেন শামার জোসেফ। এবার আইপিএলেও খেলার সুযোগ পেয়েছেন ২৪ বছর বয়সী এই পেসার।
আইপিএল ফ্রাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্ট ৩ কোটি রুপিতে শামার জোসেফকে দলে ভিড়িয়েছে। ইংলিশ তারকা পেসার মার্ক উডের বদলি হিসেবে তাকে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত হওয়া টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শামার। দুই টেস্টে ১৩টি উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। বিশেষ করে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নেন জোসেফ। আর এতে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
এই ম্যাচজয়ী পারফরম্যান্সের পর পুরো ক্রিকেট বিশ্বের নজরে আসেন জোসেফ। এরপরই পাকিস্তান সুপার লিগের ফ্রাঞ্চাইজি পেশোয়ার জালমি তাকে দলে ভেড়ায়। এবার ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএলেও খেলার সুযোগ পাচ্ছেন এই উঠতি তারকা।
আরও পড়ুন: সত্যি হলো গুঞ্জন, টেস্ট দল থেকে বাদ পড়লেন কোহলি!
ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৪/এমটি