অস্ট্রেলিয়া নারীদের বিপক্ষে ইতোমধ্যে ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। আগামীকাল টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর আগে মিরপুরে দারুণ এক মুহূর্ত পার করলেন দুই দলের অধিনায়ক অ্যালিসা হিলি ও নিগার সুলতানা জ্যোতি।
মিরপুরের আজ (শনিবার) টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন শেষে আড্ডায় মেতেছেন দুই অধিনায়ক। বিসবির প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যগত বিভিন্ন জিনিস সম্পর্কে হিলিকে ধারণা দিচ্ছেন টাইগ্রেস অধিনায়ক।
তখন হিলিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি উপহার দেন জ্যোতি। জামদানি শাড়ি ছাড়াও বাঙালির সংস্কৃতির বাহক চুড়ি উপহার দেন এবং তার হাতে পড়িয়ে দেন।
এ সময় বাংলাদেশের বিভিন্ন খাবারও টেস্ট করেছেন হিলি। যার মধ্যে ছিল বাঙালির জনপ্রিয় খাবার ফুচকা, বিরিয়ানি এবং রসগোল্লা।
এছাড়া হিলিকে সালাম দেওয়া এবং বাংলায় ধন্যবাদ বলা শেখান জ্যোতি।
আরও পড়ুন: বল লাগল মাঝ ব্যাটে, তবুও এলবিডব্লিউর রিভিউ নিলেন শান্ত
ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৪/এমটি