সদ্য সমাপ্ত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
গতকাল (২০ অক্টোবর) ফাইনালের মধ্য দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নেমেছে। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তুলেছে নিউজিল্যান্ড। আজ সোমবার টুর্নামেন্টের সেরা একাদশ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ১২ জনের সে তালিকার সেরা একাদশে জায়গা করে নিয়েছেন জ্যোতি।
ফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড থেকে সর্বোচ্চ ৩ জন করে জায়গা করে নিয়েছেন এই দলে। যেখানে অধিনায়কের ভূমিকায় রাখা হয়েছে প্রোটিয়া কাপ্তান লরা উলভার্টকে। এই ওপেনারের সঙ্গে রয়েছেন আরেক প্রোটিয়া ওপেনার তাজমিন ব্রিটস। তিনে রয়েছেন ইংল্যান্ডের ড্যানি উইয়াট-হজ।
আরও পড়ুন:
» তাইজুলকে অভিনন্দন জানিয়ে তামিমের বিশাল বার্তা
» মিরপুরে একদিনে পড়ল ১৬ উইকেট, যা বললেন রাবাদা
» আইসিসির সেরা অলরাউন্ডার সাকিব, ৩ নম্বরে মিরাজ
পাঁচে রয়েছে ভারতের অধিনায়ক হারমাপ্রীত কৌর। ছয়ে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার দেন্দ্র ডটিন। সাতে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে রয়েছেন বাংলাদেশের জ্যোতি।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজের অ্যাফি ফ্লেচার, নিউজিল্যান্ডের রোজম্যারি মাইর, অস্ট্রেলিয়ার মেগান শাট, দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো ম্লাবা এবং ১২তম ক্রিকেটার হিসেবে রয়েছেন নিউজিল্যান্ডের ইডেন কার্সন।
এবারের বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। পুরো আসরে কেবল একটি জয় পেয়েছে টাইগ্রেসরা। তবে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সেরা পারফরমার ছিলেন জ্যোতি। ৪ ইনিংসে প্রায় ৩৫ গড়ে ১০৪ রান করেন এই ব্যাটার।
আইসিসি ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দল-
লরা উলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, ড্যানি উইয়াট-হজ, অ্যামেলিয়া কের, হারমানপ্রীত কৌর, দেন্দ্র ডটিন, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক), অ্যাফি ফ্লেচার, রোজম্যারি মাইর, মেগান শাট, ননকুলুলেকো ম্লাবা ও ইডেন কার্সন (১২তম)।
ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৪/বিটি