চলতি মাসে শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপের নবম আসর। এবারের আসরটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সংস্করণে এবং দুটি গ্রুপে ভাগ হয়ে মোট ৮টি দল অংশ নেবে। যেখানে গ্রুপ-বি তে রয়েছে বাংলাদেশ। আর টাইগ্রেসদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া ও থাইল্যান্ড। আসন্ন এই টুর্নামেন্টে সেমিফাইনালে খেলতে চান বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে এশিয়া কাপে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে সাক্ষাৎকার দিয়েছেন জ্যোতি। এসময় তিনি এশিয়া কাপের সেমিফাইনাল খেলার লক্ষ্যের কথা জানিয়ে বলেন, ‘গ্রুপ স্টেজে আমাদের প্রথম খেলা শ্রীলঙ্কার সঙ্গে। এরপর থাইল্যান্ড ও মালয়েশিয়া। প্রথম ম্যাচের পর আমরা ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করব। শ্রীলঙ্কার সঙ্গে যদি জিততে পারি, তাহলে মালয়েশিয়া বা থাইল্যান্ডের বিপক্ষে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। গত এশিয়া কাপে আমরা সেমিফাইনালে যেতে পারিনি, বৃষ্টির জন্য হোক বা বাজে খেলেছি দুইটাই। সেদিক বিবেচনায় বলতে পারি যে সেমিফাইনালের খেলার প্রতি নজর সবচেয়ে বেশি।’
গত বছর খুব ভালো ক্রিকেট খেলেছিল বাংলাদেশের মেয়েরা। ঘরে মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি জয়। তাছাড়া ভারতের বিপক্ষেও জয় পেয়েছিল তারা। সবমিলিয়ে বাইশ গজে বেশ ভালো সময় পার করছিলো টাইগ্রেসরা।
আরও পড়ুন:
» ইউরো ফাইনাল: স্পেনের চতুর্থ নাকি ইংল্যান্ডের প্রথম?
তবে নতুন বছরে এসেই ছন্দপতন হয় জ্যোতিদের। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ হয় তারা। সবমিলিয়ে এই বছর ৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে এখনও কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশের মেয়েরা। এই ব্যর্থতা প্রসঙ্গে জ্যোতি বলেন, আসলে আমাদের ব্যাটিংয়ে সমস্যা ছিল। অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটাররা অনেক বেশি স্ট্রাগল করেছে। পাশাপাশি ফিল্ডিংও তেমন ভালো হয়নি।
দলগতভাবে ভালো ক্রিকেট খেলে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে চান জ্যোতিরা, ‘ব্যাটিং-ফিল্ডিং এই দুইটা জায়গায় ভালো করা নিয়ে ভাবছি। দলগতভাবে খেলে কীভাবে ভালো করা যায়, সেটা নিয়েও ভাবছি। কিন্তু ব্যাটিংয়ের ক্ষেত্রে প্রত্যেকে মানসিকভাবে শক্তিশালী না হলে কঠিন হয়ে যাবে। এখান যারা খারাপ খেলছে আগে তারাই আবার ভালো করেছিল। এই মুহূর্তে আমাদের লক্ষ্য দলগতভাবে ভালো ক্রিকেট খেলা।’
আগামী ২০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ যাত্রা শুরু করবে বাংলাদেশের মেয়েরা। এরপর ২২ জুলাই থাইল্যান্ড এবং ২৪ জুলাই মালয়েশিয়ার মুখোমুখি হবে টাইগ্রেসরা।
ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৪/বিটি