Connect with us
ক্রিকেট

ফুলটস বলে শান্তর বাজেভাবে আউট হওয়া নিয়ে জয়ের মন্তব্য

শান্তর ফুলটস বলে বাজেভাবে আউট হওয়া নিয়ে জয়ের মন্তব্য। ছবি- সংগৃহীত

আজ (মঙ্গলবার) সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টস জিতে ব্যাট করতে আসা স্বাগতিক বাংলাদেশ ম্যাচের প্রথম দিন শেষ করেছে ৯ উইকেটের বিনিময়ে ৩১০ রান তুলে। যদিও শুরুর দিকে শান্ত-জয়দের ওয়ানডে মেজাজের ব্যাটিং দেখে মনে হচ্ছিলো বেশ বড় সংগ্রহের দিকে এগিয়ে যাবে স্বাগতিকেরা। কিন্তু কয়েক জন ব্যাটসম্যান সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি, ফলস্বরূপ ৯ উইকেট হারিয়ে টেনেটুনে তিন’শ পেরিয়েছে বাংলাদেশ।

তবে আজ বেশি সমালোচনা হচ্ছে বাংলাদেশের ব্যাটিংয়ে তিন জন ব্যাটসম্যানের দৃষ্টকটুভাবে আউট হওয়া নিয়ে। বিশেষ করে, এই সিরিজে টাইগারদের দলপতির দায়িত্ব নেয়া নাজমুল হোসেন শান্তকে ফুলটস বলে ওমন বাজেভাবে আউট হওয়া নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে।

আজ দলের হয়ে সেরা ব্যাটসম্যান ছিলেন মাহমুদুল হাসান জয়। ৮৬ রানে আউট হওয়া এই উদ্বোধনী ব্যাটসম্যান প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হন। সেখানে শান্তকে নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয় বলেন, ‘আউট তো হয়ই, তবে ফুলটস বলে এভাবে আউট হওয়াটা তো হতাশাজনক হবেই। আমি নিজেও ঐ বলে আউট হওয়া দেখে কিছুটা অবাকই হয়েছিলাম। তবে তার আগে শান্ত ভাই বেশ কয়েকটি ভালো শট খেলেছিলেন।’

‘শান্ত ভাই সাধারণত নিজে যে পরিকল্পনা করে মাঠে নামেন সেভাবেই ব্যাট করতে থাকেন। আজকেও উনি পরিকল্পনা মতোই খেলছিলেন, ওনার ন্যাচারাল ব্যাটিংটাই করছিলেন। হতাশা তো থাকবেই এতে কোন সন্দেহ নেই। একজন ব্যাটসম্যান সব সময় উইকেটে সেট হতে পারেন না, যখন সেট হয়ে যান তখন তার পরিকল্পনা থাকে বড় ইনিংস খেলার। সেট হয়েও ৩০-৪০ রানের ইনিংস খেলে আউট হয়ে যাওয়া একজন ব্যাটসম্যানের জন্য হতাশারই।’

এদিন কিউই ব্যাটিং অলরাউন্ডার গ্লেন ফিলিপসকে আক্রমণ করে মারতে গিয়ে উইকেট বিলিয়েছে টাইগার ব্যাটসম্যানরা। ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা ফিলিপস এদিন টাইগারদের চার জন ব্যাটসম্যানকে শিকার করেন। কিউই বোলারদের মধ্যে ৫৩ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন দক্ষিণ আফ্রিকান বংশদ্ভূড এই কিউই অলরাউন্ডার।

ফিলিপসকে আক্রমণ করে খেলার ব্যাপারে জয় বলেন, ‘দেখেন ও হচ্ছে পার্ট টাইম বোলার। ওর বলে যদি আমরা চার্জ না করি আর ও যদি ভাল বল করে তাহলে নিউজিল্যান্ডের বাকি বোলাররাও আমাদের চেপে ধরতো। তাই আমাদের লক্ষ্য ছিল ওকে টেক অফ করা। কিন্তু দুর্ভাগ্যবশত বাজে শট খেলে আমাদের আউট হতে হয়েছে।’

আরও পড়ুন: ৩০০ পেরিয়ে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৩/এমএস/এমটি 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট