Connect with us
ফুটবল

কেন ম্যানচেস্টার সিটি ছাড়তে চান বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন?

Julian Alvarez
হুলিয়ান আলভারেজ। ছবি- সংগৃহীত

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে ভালো দাম পেলে বিক্রি করে দেবে ম্যানচেস্টার সিটি। এমনকি ভালো সুযোগ পেলে আলভারেজও ক্লাব ছাড়তে রাজি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ফুটবল ইনসাইডার।

সংবাদ মাধ্যমটির দাবি অনুযায়ী, নগদ ৮০ মিলিয়ন পাউন্ড পেলে তবেই গত মৌসুমে ট্রেবল জয়ী ক্লাবটি তাকে বিক্রি করতে আগ্রহী।

গত মৌসুমের বেশির ভাগ সময় সিটির বেঞ্চ গরম করলেও ঠিকই ১৭ গোল করেছিলেন। এ মৌসুমেও এখন পর্যন্ত ৭ গোল করে ফেলেছেন, যার মধ্যে ২টি দৃষ্টিনন্দন ফ্রি-কিকও আছে। গত মৌসুমে সিটির হয়ে অনেকটা সুপার সাব হিসেবে কাজ করেছেন এই আর্জেন্টাইন।

চলতি মৌসুমে এখন পর্যন্ত নিয়মিত খেললেও তার প্রিয় স্ট্রাইকার রোলে খেলতে পারছেন না কারণ সে পজিশনে আছেন আর্লিং হালান্ড। তাই বাধ্য হয়ে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে হচ্ছে তাকে।

জানা গেছে, এটা নিয়ে নাকি খানিকটা নাখোশ হুলিয়ান। এজন্য ভালো সুযোগ পেলে তিনি নাকি দল ছাড়তে পারেন।

আলভারেজের ব্যাপারে বর্তমানে সবচেয়ে আগ্রহী দু’টি ক্লাব হলো চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। রিয়ালে চলতি মৌসুমে কোনো নিয়মিত স্ট্রাইকার নেই। সে অভাব যদিও নিয়মিত গোল করে পুষিয়ে দিচ্ছেন মিডফিল্ডার জুড বেলিংহাম। তবে লম্বা পরিকল্পনার জন্য ২৩ বছরের এই স্ট্রাইকারের প্রতি রিয়ালের আগ্রহের কথা শোনা গেছে।

আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সাও তার ব্যাপারে নজর রেখেছে। তাদেরও দীর্ঘ পরিকল্পনার কোনো স্ট্রাইকার নেই। আপাতত বুড়ো লেওয়ানডস্কিকে দিয়ে কাজ চালিয়ে নিলেও সেটা যে দীর্ঘমেয়াদি হবে না তা বার্সাও ভালো করে জানে।

ব্রাজিলিয়ান ভিতর রকির সাইনিং হয়ে গেলোও বয়স বিবেচনায় সে এখনো অনেক তরুণ। এই সাম্বা বয় এখনো ইউরোপে প্রমাণিত কোনো ফুটবলারও না তাই আপাতত সবচেয়ে ভালো সুযোগ হবে হুলিয়ানকে দলে ভেড়ানো। তবে সিটির দাবি করা নগদ ৮০ মিলিয়ন দিয়ে বার্সার কি এখন আলভারেজকে কিনতে পারার মতো অবস্থা আছে? প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: ইউরোপা লিগেও বড় জয় লিভারপুলের

ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৩/এমএস/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল