টেস্টের পর এবার ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি পরীক্ষা। টেস্টে হতাশাজনক পারফরম্যান্স করলেও টি-টোয়েন্টিতে ভালো করার প্রত্যাশা থাকবে বাংলাদেশের কাছে। তবে এই সিরিজে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাচ্ছে না তারা। দলে এই তারকা অলরাউন্ডারের অভাব পূরণে কিছুটা বেগ পেতে হবে বাংলাদেশকে।
সবারই ধারণা ছিল ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলবেন সাকিব। কিন্তু কানপুর টেস্টের আগেই সাকিব জানিয়ে দেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর নিজেকে বিবেচনা করছেন না তিনি। তাই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার।
সাকিবের মতো অলরাউন্ডার এখনো বাংলাদেশ পায়নি। তাই তার শূন্যতা পূরণ করাও কঠিন হবে। তবে দলগত পারফরম্যান্সের মাধ্যমেই তার অভাব পূরণ করা সম্ভব বলে মনে করেন পেসার তানজিম হাসান সাকিব।
আরও পড়ুন:
» বাংলাদেশের এমন হারে কষ্ট পেয়েছেন হাথুরুসিংহে
» দলে না থেকেও যে কারণে ভারত সফরে গেলেন এবাদত
তিনটি টি-টোয়েন্টি খেলতে আজ (মঙ্গলবার) ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ দল। এর আগে এদিন মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জুনিয়র সাকিব।
সাকিবের অবসর ও তার অভাব পূরণ প্রসঙ্গে এই তরুণ পেসার বলেন, ‘সাকিব ভাইকে অবশ্যই মিস করবো। উনি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়। উনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই পারদর্শী ছিলেন। আমরা তার শূন্যতা অনুভব করব। তবে আমরা দলগত পারফরম্যান্সের মাধ্যমে তার শূন্যতা পূরণ করার চেষ্টা করব।’
এছাড়া ভারত সিরিজের প্রস্তুতি প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমরা যারা শুধু টি-টোয়েন্টি খেলবো তার অনেকদিন ধরেই মিরপুরে অনুশীলন করছি। আমাদের প্রস্তুতি অনেক ভালো হয়েছে। সবাই নিজ নিজ জায়গা থেকে সেরা অবস্থায় আছে। । চেষ্টা করব ভারত সিরিজে নিজেদের সেরাটা দেওয়ার।’
ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৪/বিটি