Connect with us
ফুটবল

ইয়ুর্গেন ক্লপকে মিস করবেন প্রতিদ্বন্দ্বী কোচ পেপ গার্দিওলা

pep guardiola and jurgen klopp
ইয়ুর্গেন ক্লপ এবং পেপ গার্দিওলা। ছবি- সংগৃহীত

অনেকটা অপ্রত্যাশিতভাবেই লিভারপুলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। অলরেডদের ইতিহাসের সবচেয়ে সফল এই ম্যানেজার জানান, চলতি মৌসুমের পর লিভারপুল ছেড়ে যাচ্ছেন তিনি। লিভারপুলের অসংখ্য সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে ইয়ুর্গেন ক্লপের নাম।

লিভারপুল মাস্টারমাইন্ড ইয়ুর্গেন ক্লপের জন্য এতদিন তটস্থ থাকতে হয়েছে প্রতিপক্ষের সব কোচদের। বেশ দীর্ঘদিন যাবত অলরেডদের অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের কোচের এমন হঠাৎ বিদায় নেওয়ার ঘোষণায় বিস্মিত হয়েছেন সিটিজেন কোচ পেপ গার্দিওলা।

তবে প্রতিপক্ষ ডাগআউট থেকে ক্লপের মত ক্ষুরধার মস্তিষ্কের একজন কোচ চলে যাওয়ায় অনেকটা হাঁপ ছেড়ে বেঁচেছেন বলেই মনে করেন গার্দিওলা। অলরেড শিবির থেকে ক্লপের বিদায়ের ঘটনায় নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে গার্দিওলা বলেন, তখন অন্তত লিভারপুল ম্যাচের আগে শান্তিতে ঘুমাতে পারব।

লিভারপুলের ডাগ আউটে ক্লপ থাকলে গার্দিওলা কতটা চাপে থাকেন সেটা ধারণা করা যায় তার কথায়, ‘বলতে পারেন তার চলে যাওয়ার সংবাদে আমি কিছুটা খুশি। তখন লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে আরেকটু ভালো করে ঘুমাতে পারবো। তবে আমি তাকে শুভকামনা জানাই।’

ক্লপের বিদায়ের কথা বলতে গিয়ে নিজের বার্সেলোনা ছাড়ার কথা তুলে আনেন গার্দিওলা। ২০১২ সালে একই ঘটনায় তিনিও ছেড়েছিলেন বার্সেলোনা। ‘অনেক বছর ধরে চলতে থাকলে সব কোচই এক সময় ক্লান্তি বোধ করে। আমিও বার্সেলোনায় এমনটা অনুভব করেছিলাম। ফলে আমি তার অবস্থাটা বুঝতে পারি।’

তবে লম্বা সময় প্রতিপক্ষ কোচ হিসেবে ম্যানসিটি এবং লিভারপুলের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেছেন গার্দিওলা। তিনি মনে করেন ইয়ুর্গেন ক্লপ তার সবথেকে বড় প্রতিদ্বন্ধী। তাই প্রতিপক্ষের ডাগআউট থেকে চলে গেলে ক্লপকে ভীষণ মিস করবেন তিনি, ‘সে আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তাই আমি তাকে ভীষণ মিস করবো।’

গেল রাতে এফএ কাপের চতুর্থ রাউন্ডে টটেনহামকে ১-০ গোলে হারানোর পর ক্লপের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পেপ গার্দিওলা আরও বলেছেন, ‘তিনি (ক্লপ) একজন অবিশ্বাস্য কোচ। তাকে খুব কাছ থেকে হয়তো জানি না। তবে আমার মনে হয় তিনি একজন অসাধারণ মানুষও।’

আরও পড়ুন: লিভারপুল অধ্যায়ে ইতি টানতে যাচ্ছেন ইয়ুর্গেন ক্লপ

ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল