Connect with us
ক্রিকেট

জ্যোতি বললেন ‘অনেক রান হয়েছে’, পরের বলেই ফাহিমার ব্রেক থ্রো

ফাহিমা খাতুনের উইকেট শিকারের মুহূর্ত। ছবি- সংগৃহীত

তৃতীয় উইকেট জুটিতে ৪০ রান যোগ করে ফেলেছিল আয়ারল্যান্ড। উইকেটে থাকা গ্যাবি লুইস ইতোমধ্যে তুলে নিয়েছেন নিজের দশম ওয়ানডে ফিফটি। রান ক্রমশ বাড়তে থাকায় উইকেটের পেছনে থেকে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সতীর্থদের মনে করিয়ে দেন, রান অনেক হয়ে গেছে। যা শোনা যায় উইকেটে থাকা মাইক্রোফোনেও।

তখন সবে মাত্র ২৯তম ওভার শুরু করতে এসেছেন ডানহাতি লেগ স্পিনার ফাহিমা খাতুন। কাপ্তান জ্যোতির কথা শুনেই হয়তো বোলিংয়ে গুরুত্বটা আরেকটু বাড়িয়ে দিয়েছিলেন। আর সঙ্গে সঙ্গেই তার জবাবে উইকেট তুলে নিয়ে অধিনায়কের চাপ কমান ফাহিমা। তুলে নেন গ্যাবি লুইসের গুরুত্বপূর্ণ উইকেটখানা।

ফাহিমা তার সেই ডেলিভারি করার এক মুহূর্ত আগেই জ্যোতি উইকেটের পেছন থেকে সতীর্থদের উদ্দেশ্যে বলেন, ‘কামন গাইজ, কামন গাইজ। অনেক রান হয়ে গেছে। অনেক রান হয়ে গেছে কিন্তু।’ আর সঙ্গে সঙ্গে ফাহিমার বল কাট করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড আউট হন গ্যাবি লুইস।

আরও পড়ুন:

» দল পেয়েও খেলবেন না তামিম, নাম কে দিয়েছে জানেন না তিনি

» ব্যাটিংয়ে বাংলাদেশের দুর্দশা, কিপটে বোলিংয়ে উইন্ডিজ পেসারের রেকর্ড

সেই উইকেটের পরেই নিজেদের ছন্দ হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়তে থাকে সফরকারীরা। পরবর্তীতে নির্ধারিত ৫০ ওভারে ১৮৫ রান করে অলআউট হয়ে যায় আইরিশ নারী ক্রিকেটাররা। এই ম্যাচে দশ ওভার বল করে ৪৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন ফাহিমা।

এছাড়া সুলতানা খাতুন নাহিদা আক্তার তুলে নিয়েছেন দুটি করে উইকেট। রাবেয়া খান ও স্বর্ণা আক্তার উইকেট পেয়েছেন একটি করে। এতে করে আয়ারল্যান্ডকে ২০০ রানের আগেই আটকে দেওয়ার যে পরিকল্পনা ছিল বাংলাদেশের তা সফল হয়েছে বলাই চলে। এবার ম্যাচ জিততে ব্যাটিংয়ে কোন প্রকার ভুল করতে চাইবেন না জ্যোতি-ফারজানারা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ইতোমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে জয় তুলে নিয়ে আইরিশদের হোয়াইটওয়াশ করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট