শেষ ৪ টা বিশ্বকাপ দুঃস্বপ্নের মত কেটেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ৪ টা বিশ্বকাপে একটি ম্যাচেও জয় পায়নি টাইগ্রেসরা। ২০১৪ সালের বিশ্বকাপে শেষ জয় পেয়েছিল বাংলাদেশ নারী দল। সেই তিক্ততার অভিজ্ঞতা পাল্টাতে চান বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
আজ (মঙ্গলবার) মিরপুরে সংবাদ সম্মেলনে নিগার সুলতানা জ্যোতি তার প্রত্যাশা ও লক্ষ্যের কথা জানিয়েছেন। টানা ৪ বিশ্বকাপে জয় না পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘, এটা আমি সব সময় চিন্তা করি , আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি, এখনও পর্যন্ত একটাও ম্যাচ আমরা জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য, পুরো দলেরও তেমনই লক্ষ্য, আমরা আমরা যেন একটা ম্যাচ জিতে শুরু করতে পারি।’
দলের জয়খরা নিয়ে নারী দলে এই কাপ্তান বলেন ‘স্কটল্যান্ডের কথা বললেন, এখন তারা নিয়মিতভাবে দুর্দান্ত ক্রিকেট খেলছে। বিশ্বকাপের মতো মঞ্চে সব দলই ভালো ক্রিকেট খেলার আশা নিয়ে আসে। আমাদের লক্ষ্য থাকবে, লম্বা সময় ধরে আমাদের যে জয় পাওয়ার আকাঙ্ক্ষা , সেটা যেন আমরা করতে পারি। সেই লক্ষ্যই থাকবে। আমরা প্রথম ম্যাচ জিততে চাই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার জন্য ও পুরো দলের জন্য বড় একটি অর্জন হবে সেটা।’
আরও পড়ুন: ইংলিশ পরীক্ষার জন্য পাকিস্তানের দল ঘোষণা
বিশ্বকাপের প্রথম ম্যাচে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন জ্যোতি। বাংলাদেশের হয়ে প্রথম কোনো নারী ক্রিকেটার শততম ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করবেন। এই সম্পর্কে এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ব্যক্তিগতভাবে আমার ১০০তম ম্যাচ, অবশ্যই বড় বিষয় । যদিও এখনও জানি না , খেলতে পারব কি না, যদি সুস্থ থাকি ও খেলি, তাহলে লক্ষ্য তো এটাই থাকবে, যেন এটা আমার জন্য স্পেশাল হয়ে থাকে, সবার জন্য স্মরণীয় হয়ে থাকে।’
বিশ্বকাপের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চান জ্যোতি, তিনি বলেন, ‘ আমরা ২০১৪ সাল ছাড়া বিশ্বকাপে আর কোনো ম্যাচ জিততে পারিনি। আমরা ভালো খেলেছি, কিন্তু জিততে না পারলে সেই ভালোর কোনো মূল্য নেই। তাই প্রথম লক্ষ্য থাকবে ম্যাচ জেতা। দ্বিতীয়ত, যখন আমরা ফ্লো পাব, সেটিকে সঙ্গী করে সেমিফাইনাল কে না খেলতে চায়! আমাদেরও লক্ষ্য থাকবে তেমন কিছু করা।’
এছাড়াও এই কাপ্তান বলেন ‘ আমরা যদি বিশ্বকাপে ভালো খেলি, তাহলে শুধু আমরা নই, বাকি যে মেয়েরা বাংলাদেশের হয়ে খেলতে চায়বে, বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখবে। তারা বাংলাদেশের হয়ে বড় কিছু করার চেষ্টা করবে, তাদের জন্য আমরা ভালো কিছু করতে চাই।’
আগামী ৩ অক্টোবর থেকে শারজাহ এবং দুবাইয়ে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর পর্দা উঠবে।
ক্রিফোস্পোর্টস/২৪সেপ্টেম্বর২৪/এইচআই