Connect with us
ক্রিকেট

ক্যালিস ও সাকিব একই ধরনের খেলোয়াড়, যা বললেন প্রোটিয়া কোচ

shakib al hasan
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারত সিরিজ চলাকালে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। সেই ঘোষণায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছন বলেও জানান তিনি।ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটের ইতি টানার কথা বলেছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু নিরাপত্তা সংশয়ে দেশে ফেরা হলো না। দেশে আসতে না পারলেও রীতিমতো আলোচনার তুঙ্গে রয়েছে সাকিব।

দক্ষিণ আফ্রিকার সাবেক লিজেন্ড খেলোয়াড় জ্যাক ক্যালিস। এবার সাকিবকে সেই জ্যাক ক্যালিসের সঙ্গে তুলনা করেছেন আরেক সাবেক প্রোটিয়া খেলোয়াড় এবং বর্তমান প্রোটিয়া কোচ অ্যাশওয়েল প্রিন্স। এসময় অ্যাশওয়েল প্রিন্স বলেন, ‘সাকিব আল হাসান ও জ্যাক ক্যালিস একই রকমের। বাংলাদেশ দলে সাকিব না থাকলে দলটির ভারসাম্য করতে অসুবিধা হয়। আমাদের সময় জ্যাক ক্যালিসের ক্ষেত্রেও এই সমস্যা হতে। এরা দলে না থাকলে একটা দলের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে। তখন টিম ম্যানেজমেন্টকে ভাবতে হয় একটা বোলার খেলাবে নাকি একটা ব্যাটার খেলাবে।’

এসময় প্রিন্স আরও বলেন, ‘সাকিব একজন বিশ্বসেরা অলরাউন্ডার। তার মতো একজন অলরাউন্ডার খুঁজে পাওয়া বেশ কঠিন। সে ব্যাটিং-বোলিং উভয় দিকে সে সামাল দিতে পারে। তবে বাংলাদেশের জন্য একটা সুখবর হলো তাদের দলে আরও একজন ভালো বাঁহাতি স্পিনার তাইজুল রয়েছেন। সম্ভবত সে সেরা একাদশে থাকবে। এক্ষেত্রে বাংলাদেশ একজন ব্যাটার বেশি খেলানোর সুযোগ পাবে। আর সাকিবকে নিয়ে এমন অনিশ্চয়তা আগেও অনেকবার দেখা গেছে।এটাতে বাংলাদেশ অভ্যস্ত। তাছাড়াও এই সিরিজ উভয় দলের জন্য সমান গুরুত্বপূর্ণ।’

দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে দায়িত্ব গ্রহণ করছেন নয়া হেড কোচ ফিল সিমন্স। তিনিও দুবাই থেকে দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে একই ফ্লাইটে বাংলাদেশে এসেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে প্রিন্স বলেন, ‘সিমন্সকে আমি প্রথম দুবাইতে দেখতে পেলাম। তাঁকে দেখে আমি খুবই হতবাক হয়েছিলাম এবং তাঁর সঙ্গে দেখা হওয়ায় খুব আনন্দও পেলাম। কিন্তু আমি তখনও জানতাম না যে সে আমাদের সাথে একই ফ্লাইটে বাংলাদেশে আসছে। পরে দেখলাম সেও আমাদের সঙ্গে যাচ্ছে।’

এসময় প্রিন্স আরও বলেন, ‘বাংলাদেশে দলের হেড কোচের দায়িত্ব নিতে আমাদের সঙ্গেই তাঁর আগমন। তবে একটা কথা সত্য সেটা হলো যে একটা সিরিজ শুরুর আগে কোচ বদল করা একটা দলের জন্য মোটেও আদর্শ হয় না।’

আরো পড়ুন : আফ্রিকা সিরিজে সাকিবের অনুপস্থিতি নিয়ে যা বললেন নতুন কোচ

ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট