Connect with us
ক্রিকেট

নতুন মাইলফলক গড়ে ব্র্যাডম্যানকে ছুঁলেন কামিন্দু মেন্ডিস

কামিন্দু মেন্ডিস। ছবি - সংগৃহীত

অধিনায়কের সিদ্ধান্তে দেখা পেলেন না ডাবল সেঞ্চুরির । একটুর জন্য হাত ছাড়া করতে হলো ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বিগত ৭৪ বছরের ইতিহাসে এক অনবদ্য রেকর্ড গড়লেন শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যাটার কামিন্দু মেন্ডিস। যে রেকর্ড নেই আর অন্য কারো।

শ্রীলঙ্কার হয়ে টেস্টে অভিষেকের পর থেকেই একের পর এক বিরল রেকর্ডে নিজের নাম লিখছেন কামিন্দু মেন্ডিস। গতকালই গল টেস্টের প্রথম দিনে টানা ৮ ম্যাচে অর্ধশতক করার অনবদ্য এক রেকর্ড গড়েন। আর আজকে দ্বিতীয় দিনে গড়লেন আরও একটূ বিরল রেকর্ড। যে রেকর্ড বিগত ৭৪ বছরের ইতিহাসে অন্য কেউ করতে পারিনি।

প্রথম কোনো ক্রিকেটার হিসেবে ১৯৫০ সালের পর সবচেয়ে কম ইনিংসে টেস্টে ১০০০ রানের মাইল ফলক স্পর্শ করেন কামিন্দু মেন্ডিস। এর আগে ১৯২৫ সালে মাত্র ১২ ইনিংসে ১০০০ হাজার রান পূর্ণ করেন ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ এবং ১৯৪৯ সালে মাত্র ১২ ইনিংসে ১০০০ রানের গণ্ডি পার করেন ওয়েস্ট উইন্ডিজের এভার্টন উইকস।

অন্যদিকে ১৯৩০ সালে স্যার ডন ব্রাডম্যান ১০০০ রান পর করতে সময় নেন ১৩ ইনিংস। আর এতে করেই স্যার ডন ব্রাডম্যানের পাশে নিজের নামটা লিখিয়ে ফেলেছেন কামিন্দু। তিনিও ১৩ ইনিংসে পার করলেন ১০০০ রানের গণ্ডি।
১৯৪৯ সালের পর এই প্রথম এমন অনবদ্য রেকর্ডের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব।

নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টের ২য় দিনে ৫ উইকেটে ৬০২ রান নিয়ে ইনিংস ঘোষণা করেন লংকান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। এতে করে কামিন্দু মেন্ডিস হাত ছাড়া করেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। বিষয়টা মোটেও ভালোভাবে দেখছেন বিশ্লেষকরা।

আজকে ৭৩ স্ট্রাইকরেটে ১৬ চার ও ৪ ছক্কায় ১৮২ রানে অপরাজিত ছিলেন কামিন্দু। ফলে তাঁকে মেরে ফেলে দ্রুত ইনিংস শেষ করতে বললে সে ডাবল সেঞ্চুরিও পেতে পারতো সেই সঙ্গে অনন্য রেকর্ডের সাক্ষীও হতে পারতো।

শ্রীলঙ্কা দলের কথা চিন্তা করে এমনটা করা হয়েছে মনে করছেন সমর্থকরা। কিন্তু যদি তাঁকে আর মাত্র ২-৩ ওভার ব্যাট করতে দিতো তাহলে লাভ বোধ হয় শ্রীলঙ্কারই হতো।

আরো পড়ুন : বর্ণবাদী আচরণের কারণে বড় দুঃসংবাদ পেলো বার্সেলোনার সমর্থকরা

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৪/এসআর

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট