Connect with us
ক্রিকেট

বাবরের জায়গায় সুযোগ পেয়ে অভিষেকেই কামরানের সেঞ্চুরি

Kamran scored a century on debut after getting a chance to replace Babar
বাবর আজমের পরিবর্তে সুযোগ পেয়েই সেঞ্চুরি করেছেন কামরান। সেঞ্চুরি ছবি- সংগৃহীত

পাকিস্তানের সাদা পোশাকে প্রথমবার খেলতে নেমেই চমক দেখিয়েছেন কামরান ঘুলাম। সাবেক অধিনায়ক বাবর আজমের জায়গায় একাদশে সুযোগ পেয়ে অভিষেক ম্যাচেই সেঞ্চুরির দেখা পেয়েছেন এই ২৯ বছর বয়সী ব্যাটার।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেটে ২৫৯ রান তুলেছে পাকিস্তান।

পাকিস্তানের পক্ষে সেঞ্চুরি হাঁকানো কামরান ১১৮ করে আউট হয়েছেন। ২২৪ বলের এই দুর্দান্ত ইনিংসটি ১১চার ও ১ ছয়ের মারে সাজিয়েছেন। এছাড়া সাইম আইয়ুবের ব্যাট থেকে এসেছে ৭৭ রান। দিনশেষে মোহাম্মদ রিজওয়ান ৩৭ ও আগা সালমান ৫ রানে অপরাজিত আছেন।

Kamran Ghulam

ইংল্যান্ডের বোলারদের অস্বস্তিতে রাখেন অভিষিক্ত কামরান। ছবি- ক্রিকইনফো

আরও পড়ুন:

» ২০২৫ বিপিএলে যে ভূমিকায় থাকছেন আফ্রিদি

» বাংলাদেশ সফরে আসছে আরব আমিরাত, দল ঘোষণা করলো বাংলাদেশ 

ঘরের মাঠে দীর্ঘদিন ধরে টেস্ট জয়ের দেখা পায়নি পাকিস্তান। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে ২-০ তে টোয়াইটওয়াশ হয়েছেন শান মাসুদের দল। এরপর চলমান ইংল্যান্ড সিরিজেও ১-০ তে পিছিয়ে আছে স্বাগতিকরা।

মুলতানে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রান সংগ্রহ করেও ইনিংস ব্যবধানে হেরেছে পাকিস্তান। স্বাগতিকদের ৫৫৬ রানের জবাবে ৮২৩ রান তুলে ইংল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে ২২০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ফলে ইনিংস ও ৪৭ রানের বিশাল ব্যবধানে জয় পায় সফরকারীরা।

এমন ব্যর্থতার পর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের স্কোয়াডে দলের অন্যতম তারকা ক্রিকেটার বাবর আজমসহ পেসার শাহিন আফ্রিদিরও জায়গা হয়নি। বাবরের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন কামরান। আর প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত করেছেন এই ব্যাটার।

দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আসছিলেন কামরান। তবে জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না তিনি। সবশেষ ঘরোয়া টুর্নামেন্ট পাকিস্তান ওয়ানডে কাপেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন কামরান। ৬ ইনিংসে ৪১.৬৭ গড়ে ২৫০ রান করেছিলেন তিনি। যেখানে দুটি সেঞ্চুরিও রয়েছে।

ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট