Connect with us
ক্রিকেট

বৃষ্টি ও বায়ুদূষণের কারণে বিঘ্ন ঘটতে পারে কানপুর টেস্ট

bangladesh india test
বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ। ছবি: সংগৃহীত

কানপুর টেস্ট মাঠে গড়ানো ঘিরে আবারও শঙ্কা। চেন্নাইয়ে প্রথম টেস্টে বিশাল ব্যবধনে হারার পর বাংলাদেশের ঘুরে দাঁডানোর ম্যাচ নিয়ে চলছে নানা আলোচনা। এবার বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি ও বায়ুদূষণ।

আগামী ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) কানপুরে শুরু হবে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ নিয়ে রয়েছে দুশ্চিন্তা। আবহাওয়া পূর্বাভাস বলছে, টেস্টে শুরুর প্রথম দুদিন কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের আশেপাশের এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে।

আজ বুধবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আকুওয়েদার জানিয়েছে, ৯২% বৃষ্টির সম্ভাবনা আছে টেস্টের প্রথম দিন অর্থাৎ শুক্রবার। পরে দিন অর্থাৎ শনিবার টেস্টের দ্বিতীয় দিনে সেই সম্ভাবনা ৮০ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা অনুযায়ী খেলা বিঘ্ন ঘটতে তা অনেকটাই নিশ্চিত। বৃষ্টির কারণে পিচের স্বভাবও পরিবর্তন হতে পারে। বাংলাদেশের ব্যাটারদের জন্য যা অনেক বড় এক দুশ্চিন্তা।

আরও পড়ুন: দারুণ প্রত্যাবর্তনেও রিয়ালের জয় ঠেকাতে পারলো না আলাভেস

বৃষ্টি হলেও অবশ্য খেলা চলবে বলে আশাবাদী উত্তর প্রদেশের ক্রীড়া বিভাগের কর্মকর্তা অমিত পাল। তাকে ম্যাচ গড়ানো নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সেই চ্যালেঞ্জ নেওয়া ব্যবস্থাও আমাদের আছে। এখানে নিষ্কাশনব্যবস্থাও বেশ ভালো। আশা করি, পুরো খেলা মাঠে গড়াবে।’ গতকাল মঙ্গলবার পুরো দিনেই গ্রাউন্ডসম্যানরা বৃষ্টির সময়ে কী কী করতে হবে তা নিয়ে কাজ করেছে।’

তবে বৃষ্টির থেকেও বড় বাঁধা রয়েছে কানপুর টেস্টে। দৃষ্টিসীমা ভয়াবহ সমস্যা বয়ে আনতে পারে খেলা মাঠে গড়ানো ঘিরে । ২০২১ সালে বাজে আলোর কারণে ম্যাচ ড্র করা হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড মধ্যকার টেস্ট ম্যাচ। মূলত প্রচুর আকারের দূষণের কারণে এই স্টেডিয়ামে দৃষ্টিসীমা কমে এসেছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম।

ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট