সৌদি প্রো-লিগে আল ইত্তিহাদের বিপক্ষে জয়ের রাতে জোড়া গোলে বছরের সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় রোনালদো বন্দনা। তবে আল নাসরের বিপক্ষে ৫-২ গোলের পরাজয় হয়তো সহজ ভাবে নিতে পারেননি রোনালদোরই রিয়াল মাদ্রিদের পুরনো বন্ধু করিম বেনজেমা।
আল নাসরের বিপক্ষে পরাজয়ের পর থেকেই ডিঅ্যাক্টিভেট করেছেন নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করলে এখন একটি বার্তা দেখা যাচ্ছে যে ‘পৃষ্ঠাটি উপলব্ধ নয়’ এবং ‘আপনি যে লিঙ্কটি অনুসরণ করেছেন তা হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে বা পৃষ্ঠাটি সরানো হয়ে থাকতে পারে’।
গেল মঙ্গলবার দিবাগত রাতে প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে রোনালদোর আল নাসরের মুখোমুখি হয় করিম বেনজেমার আল ইত্তিহাদ। তবে সেই ম্যাচে রোনালদো-মানের জোড়া গোলে বড় ব্যবধানে হারতে হয়েছে সৌদি প্রো-লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। পুরনো সতীর্থের বিপক্ষে লড়াই করতে পারেননি বেনজেমা।
প্রায়ই শোনা যায় দলের সঙ্গে বনি-বনা হচ্ছেনা করিম বেনজেমার। এর আগে বেনজেমার সঙ্গে বিবাদের পর গেল আসরের শিরোপা জয়ী ম্যানেজার নুনো এসপিরিতো সান্তোকে মৌসুমের মাঝ পথে বরখাস্ত করেছিল আল ইত্তিহাদ। বিভিন্ন মাধ্যমে শোনা যায় ক্লাবের ভক্তরাও তার ভূমিকায় বিরক্ত।
এর আগে দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে রোনালদো-বেনজেমা খেলেছেন একই সঙ্গে। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর পর রিয়ালের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছেন এই ফরাসি তারকা। গেল মৌসুমী রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্কের ইতি টেনে সৌদি পাড়ি জমান করিম বেনজেমা।
২০২২ সালে ব্যালন ডিঅর জয়ী এই তারকা ফুটবলার আল ইত্তিহাদে যোগ দিয়ে এখন পর্যন্ত খেলা ১৪ ম্যাচে চার অ্যাসিস্টের সাথে করেছেন নয়টি গোল। আসরে ১৮ ম্যাচে খেলা আট জয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ষ্ঠ অবস্থানে আছে তার দল আল ইত্তিহাদ। টেবিল টপার আল হিলালের সাথে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্টে পার্থক্য ২২ পয়েন্টের।
আরও পড়ুন: ২০২৩ সালে সর্বোচ্চ গোলের মুকুট রোনালদোর, সেরা চারে আর যারা
ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৩/এসএস/এসএ