
কেভিন ডি ব্রুইন নিশ্চিত করেছেন যে তিনি এই গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি ছাড়বেন, তার দশ বছরের দীর্ঘ পথচলার সমাপ্তি ঘটাতে যাচ্ছেন। ৩৩ বছর বয়সী বেলজিয়ান মিডফিল্ডারের চুক্তি এই মৌসুমের শেষে শেষ হয়ে যাচ্ছে, তিনি স্পষ্টভাবে জানিয়েছেন নতুন চুক্তি সই করবেন না।
শুক্রবার, একটি আবেগপ্রবণ চিঠি লিখে ভক্তদের জানিয়ে দেন তার এই সিদ্ধান্ত। খবর- ডেইলি মেইল।
ডি ব্রুইন বলেন, প্রিয় ম্যানচেস্টার, হয়তো অনুমান করতে পারছেন যে আমি কোথায় যাচ্ছি। তবে আমি সরাসরি বলতে চাই, এই হবে ম্যানচেস্টার সিটির সঙ্গে আমার শেষ কয়েক মাস।
আরও পড়ুন
» ২০৩৫ নারী বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করল ফিফা
» আইপিএলে নজির গড়লেন শ্রীলঙ্কান স্পিনার কামিন্দু মেন্ডিস
চিঠি তিনি লিখেন, এটি লেখা সহজ নয়, তবে ফুটবল খেলোয়াড় হিসেবে আমরা সবাই জানি যে একদিন এটি আসবেই। সেই দিনটি এসেছে, এবং আপনাদের প্রথমে এটি জানানো আমার কর্তব্য।
ডি ব্রুইনে বলেন, স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে আমি জানতাম না যে এই সময়টি আমার জীবন বদলে দেবে। এই শহর, এই ক্লাব, এই মানুষরা… আমাকে সবকিছু দিয়েছে। আমি আর কিছুই দিতে পারতাম না! তবে আমরা সবকিছু জিতেছি।
তিনি বলেন, বিদায় বলার সময় এসেছে। সুরি, রোম, মেসন, মিশেল এবং আমি সবাই এই জায়গার জন্য কৃতজ্ঞ, যা আমাদের পরিবারে অর্থপূর্ণ হয়ে উঠেছে। ম্যানচেস্টার চিরকাল আমার সন্তানদের পাসপোর্টে থাকবে, আমাদের হৃদয়ে থাকবে।
এদিকে ডি ব্রুইনের সামনে এখন অপেক্ষা করছে সৌদি আরব বা যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের চুক্তি।
ক্রিফোস্পোর্টস/৪এপ্রিল২৫/এসএ
