বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের শুরুটা দারুণভাবে করেছিল খুলনা টাইগার্স। প্রথম চার ম্যাচের চারটিতেই জয় তুলে নিয়েছিল এনামুল হক বিজয়ের দল। তবে পরবর্তীতে পাঁচ ম্যাচে টানা হেরেছে দলটি। অবশেষে নিজেদের দশম ম্যাচে এসে পঞ্চম জয়ের দেখা পেয়েছে এনামুল-আফিফরা।
আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিপিএলে নিজেদের দশম ম্যাচে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। এই ম্যাচে ঢাকাকে ৫ উইকেটে হারিয়ে পরবর্তী পর্বের দৌড়ে টিকে রইলো এনামুল হক বিজয়ের দল।
এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। আগে ব্যাট করে মোসাদ্দেক হোসেনের ২৬, ইরফান শুক্কুরের ২৫, অ্যালেক্স রসের ২৫ এবং শেষদিকে চাতুরাঙ্গা ডি সিলভার ১৭ রানের ক্যামিওতে ৭ উইকেটে ১২৮ রানের স্বল্প পুজি পায় ঢাকা। খুলনার হয়ে ওয়েইন পারনেল ও মুকিদুল ইসলাম ৩টি করে উইকেট নেন।
১২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় খুলনা। ইনিংসের প্রথম বলে এনামুল এবং তৃতীয় ওভারে এভিন লুইসের উইকেট তুলে নিয়ে খুলনাকে কিছুটা চাপে ফেলে দেন শরিফুল ইসলাম।
পরবর্তীতে পারভেজ হোসেন ইমন ও শাই হোপের জুটিতে চাপ সামলে দারুণভাবে ম্যাচে ফেরে খুলনা। ইমনের ৪০, শাই হোপের ৩২ এবং শেষে আফিফ হোসেনের ৪৩ রানে ভর করে ২৮ বল ও ৫ উইকেটে হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। ঢাকার হয়ে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ২টি করে উইকেট নেন।
এই জয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে টপকে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে খুলনা। ১০ ম্যাচে ১০ পয়েন্ট খুলনার। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে চট্টগ্রাম।
সংক্ষিপ্ত স্কোর:
দুর্দান্ত ঢাকা: ১২৮/৭ (২০ ওভার)
খুলনা টাইগার্স: ১৩১/৫ (১৫.২ ওভার)
ফলাফল: খুলনা টাইগার্স ৫ উইকেটে জয়ী
আরও পড়ুন: শরিফুলদের প্রশংসা করে যা বললেন জিমি নিশাম
ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৪/এমটি