Connect with us
ক্রিকেট

সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে খুলনা টাইগার্স

Khulna tigers and sylhet strikers toss time
খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্সের টস মুহূর্ত। ছবি- বিসিবি

একদিন বিরতি দিয়ে ফের মাঠে গড়িয়েছে বিপিএল। এদিন বিপিএলের ২৫তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্সের অধিনায়ক এনামুল হক বিজয়।

আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২ টায় শুরু হয়েছে ম্যাচটি। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে সিলেট স্ট্রাইকার্সের জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। খুলনাও চাইবে এই ম্যাচটি জিতে সেমির দৌড়ে এগিয়ে থাকতে।

ম্যাচটিতে মাত্র এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে সিলেট। নাঈমের পরিবর্তে একাদশে ফিরেছেন স্পিনার সানজামুল ইসলাম। অন্যদিকে ছয় পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে খুলনা টাইগার্স। যার মধ্যে রয়েছে তিনজন পাকিস্তানি ক্রিকেটার।

এছাড়াও পারভেজ হোসেন ইমন মুকিদুল ইসলাম ও আকবর আলী বাদ পড়েছেন খুলনার একাদশ থেকে দলে জায়গা পেয়েছেন বিদেশি খেলোয়াড় মার্ক দেয়াল, কাসুন রাজিথাসহ লোকাল প্লেয়ার হাবিবুর রহমান সোহান, সুমন খান, মাহমুদুল হাসান জয় ও রুবেল হোসেন। 

সিলেট একাদশ: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), জাকির হাসান, তানজিম হাসান সাকিব, আরিফুল হক, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, সামিত প্যাটেল, সানজামুল ইসলাম, রেজাউর রহমান রাজা ও বেনি হাওয়েল।

খুলনা একাদশ: এনামুল হক (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, সুমন খান, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান, নাহিদুল ইসলাম, মার্ক দেয়াল, কাসুন রাজিথা, রুবেল হোসেন ও নাসুম আহমেদ

আরও পড়ুন: দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে অলিম্পিকের আশা বাঁচিয়ে রাখল ব্রাজিল

ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট