গত শুক্রবার শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতোমধ্যে ৬ টি ম্যাচ সম্পন্ন হয়েছে। আজ (সোমবার) এ আসরের সবচেয়ে হাইস্কোরিং ম্যাচে ফরচুন বরিশালকে ৮ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স।
শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স। ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে বরিশাল। জবাবে ১২ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় খুলনা।
পাহাড়সম রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মনোভাবে খেলেন দুই ওপেনার এনামুল হক ও এভিন লুইস। উদ্বোধনীতে ৩৬ বলে ৭৭ রান যোগ করেন এই দুই ওপেনার। লুইস ২২ বলে ৫৩ রান করে আউট হয়ে গেলে আফিফকে নিয়ে এগোতে থাকেন দলপতি এনামুল।
দ্বিতীয় উইকেটে ৬১ বলে ৭৫ রান যোগ করে এই জুটি। ১৫২ রানের মাথায় আফিফ ফিরর গেলে শেষদিকে শাই হোপের ১০ বলে ২৫ রানের ঝোড়ো ক্যামিওতে ১২ বল ও ৮ উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় খুলনা। ৪৪ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন এনামুল। বরিশালের হয়ে ২ টি উইকেট নেন মোহাম্মদ ইমরান।
এদিকে শুরুতে ব্যাট করে তামিমের ৪০, সৌম্যর ২২, মুশফিকের ৬৮, মাহমুদুল্লাহর ২৭ রানের কল্যাণে ১৮৭ রানের বিশাল সংগ্রহ পায় বরিশাল। এদিন ব্যাট হাতে নতুন এক মাইলফলক স্পর্শ করেন তামিম। প্রথম ব্যাটার হিসেবে বিপিএলে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ওপেনার। তবে রেকর্ড গড়ার দিনে শেষ হাসি হাসেনি তার দল।
সংক্ষিপ্ত স্কোর:
ফরচুন বরিশাল: ১৮৭/৪ (২০ ওভার)
খুলনা টাইগার্স: ১৮৮/২ (১৮ ওভার)
ফলাফল: খুলনা ৮ উইকেটে জয়ী
আরও পড়ুন: অভিমানী তামিমের ব্যাটে রচিত হলো নতুন ইতিহাস
ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৪/এমটি