Connect with us
ফুটবল

ইস্ট বেঙ্গলের কাছে হেরে এএফসি থেকে বিদায় কিংসের

east bengal
ইস্ট বেঙ্গল ফুটবল দল। ছবি: সংগৃহীত

গতকাল (মঙ্গলবার) ভুটানের থিম্পুতে ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গলের মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস। এ ম্যাচে ৪-০ গোলে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস।

টুর্নামেন্টে টিকে থাকতে ইস্ট বেঙ্গলের বিপক্ষে জেতার বিকল্প ছিল না বসুন্ধরা কিংসের। জেতা তো দূরের কথা রীতিমতো নাকানিচুবানি খেয়েছে কিংস। ফলে এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পেলে শূন্য পকেটে ফিরতে হচ্ছে এ ক্লাবকে।

এ দিন থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে টার্ফের মাঠে প্রথম ৩৩ মিনিটেই ৪ গোল হজম করেছে বসুন্ধরা। প্রথমার্ধে গোল ঠেকাতেই ব্যস্ত ছিলেন তপু-তারিকরা। টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে ছন্দ ছড়া ছিলেন তারা।

এ ম্যাচে শুরুর মিনিটেই গোল খেয়ে বসে কিংস। ডায়ামানটাখোসের দুর্দান্ত গোলে এগিয়ে যাই ইস্টবেঙ্গল। এরপর ২০ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন তারা। শৌভিকেদ গোলে ব্যবধান দ্বিগুণ করে ভারতের এই ক্লাবটি। ২৬ মিনিটে নন্দ তৃতীয় গোলের দেখা পান। ৩৩ মিনিটে আনোয়ার আলী গোল করে হালি পূরণ করেন। বিরতির পর কিংস গোছালো ফুটবল খেলার চেষ্টা করে। কয়েকটি গোল শোধ দেওয়ার সুযোগও পেয়েছিল। তবে কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধে এক পর্যায়ে তপুর সঙ্গে ইস্ট বেঙ্গলের কিছু খেলোয়াড়ের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তবে ঝামেলা বেশিক্ষণ অতিবাহিত হয়নি। ব্যবধান কমানোর সুযোগ পেলেও সুযোগ কাজে লাগাতে পারেনি বসুন্ধরা। ফলে ৪-০ গোলের ব্যবধানে লজ্জাজনক ভাবে হেরে বিদায় নিশ্চিত করলো বসুন্ধরা।

আগামী ১ নভেম্বর শুধুমাত্র নিয়মরক্ষার জন্য কিংস গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভুটানের পারো এফসির বিপক্ষে।

আরও পড়ুনঃ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালসহ আজকের খেলা (৩০ অক্টোবর ২৪)

ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল