Connect with us
ক্রিকেট

পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন কার্স্টেন

gary kirsten
গ্যারি কার্স্টেন। ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াবেন হ্যারি কার্স্টেন। তবে শেষ পর্যন্ত সেটাই সঠিক হল। আজ (সোমবার ) পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ কার্স্টেন পদত্যাগ করতে পারেন এ বিষয়ে আগেই নিশ্চিত করেছে। তবে আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা আসেনি এই কোচের থেকে। আজ আনুষ্ঠানিকভাবেই পাকিস্তান ক্রিকেটের সঙ্গে কার্স্টেন সম্পর্ক ছিন্ন হল।

পাঁচ মাস আগে পাকিস্তান ক্রিকেটের কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন কার্স্টেন। বছর না ঘুরতেই পিসিবির সঙ্গে সম্পর্কের ইতি টানলেন তিনি। মূলত ক্রিকেটার এবং পিসিবির সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। তবে তার বিষয়ে পিসিবির কণ্ঠে কোনো সুর শোনা যায়নি। আগামী অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সফরে কার্স্টেন দলের সঙ্গে থাকবেন আগের দিন জানিয়েছিল পিসিবি। হঠাৎ করেই তার পদক পদত্যাগ করাতে কিছুটা অবাক হয়েছে পাকিস্তান ক্রিকেট পাড়া।

ক্রিকবাজ খবর থেকে জানা যায়, ক্রিকেটারদের সঙ্গে বৈরী সম্পর্ক ছিল কার্স্টেনের। এছাড়াও পিসিবির সঙ্গে মতের অমিল হচ্ছিল ভারতকে বিশ্বকাপ জেতানো এই কোচের।

কার্স্টেন হাই-পারফর্ম্যান্স কোচ হিসেবে ডেভিড রিডকে পাকিস্তান ক্রিকেটে আনার প্রস্তাব দিয়েছিলেন। পিসিবি থেকে এ বিষয়ে ইতিবাচক খবর সাড়া পাওয়া পাননি তিনি। বরং বোর্ড বিকল্প কাউকে বেছে নেওয়ার কথা জানায় কার্স্টেন। যা গ্রহণযোগ্য মনে হয়নি দক্ষিণ আফ্রিকার এই কোচের।

পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির আর মাত্র ৪ মাস বাকি। গুরুত্বপূর্ণ এ টুর্নামেন্টের আগে এমন পরিস্থিতিতে পড়া পাকিস্তান ক্রিকেটে খারাপ কিছু বয়ে আনতে পারে। সীমিত সময়ের মধ্যে যোগ্য প্রধান কোচ খুঁজে বের করা সহজ হবে না পিসিবির।

তবে এক্ষেত্রে পাকিস্তানের টেস্ট কোচ জেসন গিলেস্পির হাতেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব তুলে দিতে পারে চেয়ারম্যান মহসিন নাকভির বোর্ড। যাতে যোগ্য এবং দ্রুত সময়ের মধ্যে প্রধান কোচ নিয়োগ দেওয়া যায়।

এছাড়া এ প্রতিযোগিতায় আলোচনায় আছেন আকিব জাভেদও। বর্তমানে তিনি পাকিস্তানের নির্বাচক হিসেবে কাজ করছেন। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজ জয়ে নির্বাচক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশংসায় ভাসছেন আকিব।

আরও পড়ুন: অধিনায়কত্বের সুযোগ পেলে দায়িত্ব নিতে প্রস্তুত তাইজুল

ক্রিফোস্পোর্টস/২৮ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট