Connect with us
ক্রিকেট

একমাসের জন্য বড় দুঃসংবাদ পেলেন কিউই পেসার, কেন?

ডগ ব্রেসওয়েল। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডে চলছে তাঁদের ঘরোয়া টুর্নামেন্ট। টুর্নামেন্টের সেন্ট্রাল স্ট্যাগস এবং ওয়েলিংটনের মধ্যেকার এক ম্যাচে করা হয় ডোপ টেস্ট পরীক্ষা। এসময় ডোপ টেস্টে পজেটিভ ফল আসে কিউই পেসার ডগ ব্রেসওয়েলের। ফলে তাঁকে একমাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে কিউই ক্রিকেট বোর্ড।

মূলত নিষিদ্ধ মাদক কোকেন সেবনের কারণে এই শাস্তি দেওয়া হয়েছে। যদিও যে ম্যাচে ডোপ টেস্ট পরীক্ষা করা হয়েছে সেই ম্যাচে ব্যাট ও বল হাতে ব্রেসওয়েল ছিলেন উজ্জ্বল। হয়েছেন ম্যাচসেরাও। বল হাতে ২১ রানে ২ উইকেটের পাশাপাশি দুই ক্যাচসহ ব্যাট হাতে ৩০ রান করেছে।

ম্যাচ শেষে ব্রেসওয়েলের ডোপ টেস্ট করানো হলে সেখানে মাদক সেবনের বিষয়টি ধরা পড়ে। যদিও এই পেসারের দাবি ম্যাচ শেষেই তিনি মাদক গ্রহণ করেছেন।

নিউজিল্যান্ডের স্পোর্টস ইন্টেগ্রিটি কমিশন নিশ্চিত করেছে, ব্রেসওয়েল মূলত খেলার সময় কোকেন গ্রহণ করেননি বরং ম্যাচ শেষে নিয়েছেন। ফলে তাঁকে ৩ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হলেও যথাযথ নিয়ম মেনে চিকিৎসা সম্পন্ন করায় সেটা ১ মাসে কমিয়ে আনা হয়েছে। নিষেধাজ্ঞা চলতি বছরের এপ্রিল থেকে জারি করা হয়েছে যা ইতোমধ্যেই শেষ হয়েছে।

নিউজিল্যান্ডের সিইও বলেন, ‘যে ব্রেসওয়াল তার ভুলের জন্য ক্ষমা চেয়েছে। আমরা তাকে সর্বোচ্চ সাহায্য করবো।’

এসময় বোর্ডের সিইও রেবেকা রোলস আরও বলেন, ‘খেলোয়াড়রা তরুণদের আদর্শ। তাঁরা যেন সুষ্ঠু ও ইতিবাচক আচরণ করে সেটাই চাওয়া। এছাড়া কোকেনের মতো মাদকগুলো সেবন করা শরীরের জন্য ক্ষতিকর সুতরাং খেলোয়াড়দের আরও দায়িত্বশীল হতে হবে।’

এর আগে ২০১৭ সালে মাদক সেবন করে গাড়ি চালিয়ে নিষেধাজ্ঞায় পড়েছিলেন এই পেসার। এছাড়াও ২০০৮ ও ২০১০ সালেও একবার মদ্যপ অবস্থায় ড্রাইভিং করার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয় ব্রেসওয়েলকে।

সবশেষ জাতীয় দলের হয়ে ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন ব্রেসওয়েল। এরপর থেকে আর তাঁকে জাতীয় দলে দেখা যায়নি। সব ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত ৬৯ টি ম্যাচ খেলেছেন এই পেসার।

আরো পড়ুন : সাকিবকে যে কারণে সেরা অধিনায়ক বললেন ইমরুল

ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট