বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে কিছুদিন আগেই। তবে বিশ্বকাপে টানা ম্যাচ খেলার পর দেশে ফিরে বিশ্রামের খুব বেশি সময় পাচ্ছে না তারা। আগেই নির্ধারিত ছিলো বিশ্বকাপের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। সেই ধারাবাহিকতায় আজ বাংলাদেশে আসছে কিউইরা।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। ম্যাচটি আয়োজিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ম্যাচ ৬ ডিসেম্বর হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সিরিজের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে আলাদা দুটি ফ্লাইটে ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল। রাত দশটা নাগাদ হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কেন উইলিয়ামসনদের পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে কিউই দলের একাংশ দুবাই ছুটি কাটাতে যান। সেখানে আছেন টেস্ট দলের কিছু সদস্য। বাকিরা তাদের সাথে যোগ দিবে দুবাইতে। দুবাই থেকেই সরাসরি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে তারা।
বাংলাদেশ পৌছে ঢাকায় রাতে বিশ্রাম নিয়ে পরের দিনই ম্যাচ ভেন্যুতে পৌঁছে যাবে নিউজিল্যান্ড দল। সেখানে ২৩ ও ২৪ নভেম্বর অনুশীলন করবে তারা। মাঝখানে একদিন বিরতি নিয়ে ২৬ ও ২৭ নভেম্বর পুনরায় অনুশীলন করার কথা রয়েছে কিউইদের।
এই সিরিজে দলে থাকছেন না বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে টাইগারদের অধিনায়কত্বের দায়িত্ব থাকবে নাজমুল হোসেন শান্তর ওপর। সাকিব ছাড়াও দলে থাকছেন না লিটন দাস ও তাসকিন আহমেদ। অপরদিকে কিউইদের নেতৃত্ব দেবেন পেসার টিম সাউদি।
আরও পড়ুন: আরো একটি আসরে দেখা যাবে না হালান্ডকে
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৩/এসএফ/এমটি