Connect with us
ফুটবল

ক্লপ নাকি মরিনহো, বায়ার্নের পরবর্তী কোচ কে হচ্ছেন?

Klopp or Mourinho, who is the next coach of Bayern
হোসে মরিনহো ও ইয়ুর্গেন ক্লপ। ছবি- সংগৃহীত

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ থমাস টুখেল যে এই মৌসুম শেষে আর বাভারিয়ানদের ডাগআউটে থাকছেন না তা নিশ্চিত। ইতোমধ্যে নতুন কোচের সন্ধানেও নেমে পড়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। কে হতে পারেন বায়ার্নের পরবর্তী বস, এ নিয়েই জার্মান পত্রিকা স্পোর্ট বিল্ড এর সঙ্গে কথা বলেছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স ইবার্ল।

বর্তমানে বাভারিয়ানদের লিগে অবস্থা মোটেই সুখকর নয়। চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে উঠতে পারলেও বুন্দেসলিগার শিরোপা খোয়ানোর থেকে আর মাত্র কয়েক ম্যাচ দূরে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। লিগে আর মাত্র ৮ ম্যাচ বাকি আছে। এখনো লিগের শীর্ষে থাকা বায়ার লেভারকুসেনের থেকে ১০ পয়েন্টে পিছিয়ে মুলার-সানেরা।

২৬ ম্যাচ শেষে জাবির লেভারকুসেনের পয়েন্ট ৭০। আর সমান ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৬০। চলতি মৌসুমে তাই বলা যায়, টানা ১১ বছর পর অবশেষে নতুন কোন চ্যাম্পিয়নকে পেতে যাচ্ছে বুন্দেসলিগা। সাথে বায়ার্ন মিউনিখের টানা ১১ বছর লিগ শিরোপা জয়পর কীর্তিতেও এখানেই ইতি টানতে হবে। আর হঠাৎ করে বাভারিয়ানদের এত বাজে অবস্থার জন্য অধিকাংশের আঙুল উঠেছে গত মৌসুমেই বায়ার্নের ডাগআউটে আসা জার্মান কোচ থমাস টুখেলের দিকে। তাই চলতি মৌসুম শেষে টুখেলও ক্লাবের সঙ্গে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন।

সম্প্রতি ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স ইবার্ল বায়ার্নের পরবর্তী কোচের ব্যাপারে পরিকল্পনা সম্পর্কে জার্মানির এক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। স্পোর্ট বিল্ডকে ইবার্ল জানান, ‘আমি জানি ক্লপ তার বিবৃতিতে বলেছিলেন, আমার আর শক্তি নেই। আসলে এই পরিস্থিতির মধ্য দিয়ে না গেলে বিষয়টা কেউ বুঝতে পারে না। আমি নিজেও ক্লপের মত এমন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। তাই এই মুহুর্তে তাকে আমি ডাকবো না।’

এরপর রোমা থেকে কিছু দিন আগে বরখাস্ত হওয়া পর্তুগিজ মাস্টারমাইন্ড মরিনহো সম্পর্কে ইবার্লকে জিজ্ঞেস করা হলে জবাবে তিনি বলেন, ‘তার জন্য আমাদের দরজা খোলা। আমাদের অবশ্যই কোনো ক্লাবের সঙ্গে জড়িত নেই এমন কোচদের দিকেও নজর রাখতে হবে।’

এবার্ল আরও প্রকাশ করেছেন যে, তাদের তালিকায় ৪ জনের বেশি নাম আছে তবে তা ৪০ জনের বেশি হবে না। এমনকি সেখানে এমন কিছু নাম রয়েছে যেগুলো অনেকেরই ধারণার বাইরে। উল্লেখ্য, টুখেলের বিদায় ঘোষণার পর থেকে লেভারকুসেন কোচ জাবি আলোনসো, সাবেক রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিদান, ম্যান ইউনাইটেডের সাবেক ম্যানেজার ওলে গুনার সোলশায়ের ও পর্তুগিজ মাস্টারমাইন্ড জোসে মরিনহো বাভারিয়ানদের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন।

জার্মান জায়ান্টরা তাদের সম্ভাব্য কোচের সন্ধান চালিয়ে যাবে, তবে এক্ষেত্রে তারা কোন তাড়াহুড়ো করতে রাজি নয়। বর্তমান পরিস্থিতি নিয়ে এবার্লের মত, ‘এক্ষেত্রে দ্রুত নয় বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে হবে।’ আর এই মৌসুমে আমরা লেভারকুসেনের কাছে লিগ শিরোপাটা হারাতে যাচ্ছি। কারণ এখনো আমরা তাদের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে। তাই নতুন কোচের কাছে আমাদের প্রত্যাশাটাও বেশি থাকবে।

আরও পড়ুন: এমবাপ্পেকে পিএসজি বসিয়ে রাখায় খুশি ফ্রান্স জাতীয় দলের কোচ 

ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল