অনেকের মতেই শচীনের রেকর্ড যদি কেউ ভাঙ্গতে পারে তবে তিনি বিরাট কোহলি। বিরাট কোহলিকেই মাস্টার ব্লাস্টারের যোগ্য উত্তরসূরী হিসেবে মনে করা হয়।
ভারত জাতীয় দলে কোহলি এক যুগেরও বেশি সময় ধরে খেলছেন, গড়েছেন অনেক কীর্তি। এবার আরেকটি কীর্তির খুব কাছে গিয়েও একটুর জন্য হাতছাড়া করে ফেললেন। ওয়ানডেতে শচীনের সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরির (৪৯) রেকর্ড আবারও একটুর জন্য ছোঁয়া হলো না বিরাট কোহলির। গত ৩ ম্যাচের মধ্যে ২ বার সেঞ্চুরির খুব কাছে গিয়েও হতাশ হতে হলো তাকে।
এক যুগ আগে যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীন টেন্ডুলকার বিশ্বকাপ জিতেছিলেন। সেই ওয়াংখেড়েতেই আজ কোহলি ফিরলেন আবার এক যুগ পর। কোহলির সামনে আজ সুযোগ ছিল শতক পূরণ করে ভারতের ক্রিকেট ঈশ্বর টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসানোর।
২২ বছর বয়সী তরুণ কোহলি যেই শচীনের সাথে বিশ্বকাপ জিতেছিলেন তার নামের পাশে সর্বোচ্চ ওডিআই সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নাম লেখা। কিন্তু অল্পের জন্য কোহলির অপেক্ষাটা যেন আরেকটু বেড়ে গেল।
চাপের মুহূর্তে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাট চালাচ্ছিলেন ভারতের সাবেক ওডিআই কাপ্তান। কিন্তু দিলশান মাদুশাঙ্কার বলে স্ট্রেইট ড্রাইভটা ঠিক মতো হলো না। পুরো ওয়াংখেড়েকে মুহূর্তে স্তব্ধ করে পাথুম নিশাঙ্কার হাতে ক্যাচ দিয়ে ৯৪ বলে ৮৮ রানের অসাধারণ ইনিংসে সাজ ঘরে ফেরেন এই ক্রিকেট গ্রেট। সাথে শচীনের ৪৯ তম সেঞ্চুরি ছোঁয়ার অপেক্ষাটাও আরেকটু বাড়লো বৈ কি!
এবার দেখার পালা এই বিশ্বকাপেই বিরাট এই কীর্তিতে নাম লেখাতে পারেন কি না।
আরও পড়ুন: আইসিসি থেকে সুখবর পেলেন মাহমুদুল্লাহ
ক্রিফোস্পোর্টস/০২নভেম্বর২৩/এমএস/এমটি