Connect with us
ক্রিকেট

শিরোপা জিতে অবসরের ইঙ্গিত দিলেন কোহলি!

Virat Kohli after winning Champions trophy
শিরোপা জয়ের পর বিরাট কোহলি। ছবি- বিসিসিআই

গতকাল রাতে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। এতে ১২ বছরের অপেক্ষার অবসান ঘটাল দলটি। যেখানে ফাইনালের লড়াইয়ে ব্যাট হাতে সফল হতে পারেননি বিরাট কোহলি। তবে আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল টুর্নামেন্ট শেষে ওয়ানডে থেকে অবসর নিতে পারেন তিনি। এবার তার কথায় যেন তেমনই ইঙ্গিত পাওয়া গেল।

রোববার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ৪ উইকেটে ম্যাচ জিতে শিরোপা পুনরুদ্ধার করে ভারত। যেই ম্যাচে ২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করেন কোহলি। এর আগে গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে যেমন সংক্ষিপ্ত ফরমেট থেকে অবসর নিয়েছিলেন তিনি; এবারও হয়তো ভাবছেন তেমন কিছু।

ম্যাচ শেষে এই তারকা ক্রিকেটার জানিয়েছেন কোন পরিস্থিতিতে বিদায় নিতে চান তিনি, ‘যখন কেউ ক্রিকেট ছাড়তে চায়, তখন চাইবে ভালো জায়গায় দলকে রেখে ছাড়তে। আমি মনে করি যারা দলে আছে তারা পরবর্তী আট বছর ক্রিকেট শাসনের জন্য তৈরী। শুবমান গিল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল সকলেই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। দল এখন ভালো জায়গায় আছে।’

আরও পড়ুন:

» গুঞ্জন কাটিয়ে অবসর প্রসঙ্গে যা বললেন রোহিত

» চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করে কত টাকা পেল ভারত?

একদিকে কোহলি বললেন দলকে ভালো জায়গায় রেখে অবসর নিতে চান তিনি। আবার এটাও স্বীকার করে নিলেন বর্তমানে দল ভালো জায়গায় রয়েছে। আর এমন মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে নতুন গুঞ্জন। যেহেতু দল ভালো জায়গায় রয়েছে, তাই তরুণদের ওপর ভরসা করে এবার বিদায় নেবেন বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা এই ক্রিকেটার।

অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে যেমন মাঠ থেকেই বিদায় নিয়েছিলেন বিরাট কোহলি, তেমন কিছু এবার হয়নি। তবে শীঘ্রই ওয়ানডে ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে কোহলি ছাড়াও রোহিত শর্মার অবসর প্রসঙ্গে উঠেছিল গুঞ্জন। তবে এখনই বিদায় নিচ্ছেন না চ্যাম্পিয়ন কাপ্তান জানিয়ে দিয়েছেন নিজেই।

ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট