Connect with us
ক্রিকেট

ফিফটি করেও স্ট্রাইকরেট নিয়ে সমালোচিত কোহলি

বিরাট কোহলি। ছবি- ইএসপিএন

গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আইপিএলে নিজেদের নবম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা ৬ হারের পর এদিন পরম কাঙ্ক্ষিত দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে ফাফ ডুপ্লেসিসের দল। জয়ের রাতে বেঙ্গালুরুর হয়ে অর্ধশতক করেছেন বিরাট কোহলি। তবে রান করেও সমালোচিত হচ্ছেন এই তারকা ক্রিকেটার।

গতকাল বৃহস্পতিবার (২৬ এপ্রিল) প্রতিপক্ষের মাঠে আগে ব্যাট করে ২০৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় বেঙ্গালুরু। বড় রান সংগ্রহের পথে ওপেনিংয়ে নামা কোহলি খেলেছেন ৪৩ বলে ৫১ রানের একটি ইনিংস। রান তাড়া করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ১৭১ রানে হায়দরাবাদ গুটিয়ে গেলে ৩৫ রানের জয় পায় বিরাট কোহলিরা।

এদিন আগে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করে বেঙ্গালুরু। পাওয়ার প্লেতে দলটি তুলে নেয় ১ উইকেট হারিয়ে ৬১ রান। যার মধ্যে বিরাট কোহলি একাই ৪টি চার ও ১ ছক্কায় আঠারো বলে তুলে নেন ৩২ রান। তবে দুর্দান্তভাবে ইনিংস শুরু করা কোহলি নিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি পাওয়ার প্লের পরবর্তী সময়ে।

পাওয়ার প্লের পর আরও ২৫ বল মোকাবেলা করেছিলেন কোহলি তবে এই সময়ে তিনি স্কোরবোর্ডে যোগ করতে পেরেছিলেন মাত্র ১৯ রান। যেখানে তার ব্যাট থেকে পাওয়ার প্লের পর আসেনি আর কোন বাউন্ডারি। শেষ পর্যন্ত ৪৩ বলে ৫১ রান করা কোহলি জয়দেব উনদকাটের স্লোয়ার বল পড়তে না পারে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন।

বিরাট কোহলির এমন ইনিংস দেখে ধারাভাষ্য কক্ষ থেকে সুনীল গাভাস্কার বলছিলেন, ‘কোহলি ব্যাট থেকে শুধু সিঙ্গেল, সিঙ্গেল, সিঙ্গেল হচ্ছে। এখনও দীনেশ কার্তিক, মহিপাল লোমরের আসা বাকি। আপনাকে এখন কিছুটা ঝুঁকি নেওয়ার চেষ্টা করতে হবে। পতিদারের দিকে দেখুনন। ওই ওভারে এতোমধ্যেই তিনটি ছক্কা মেরেছিল সে।’

তিনি আরও বলেন, ‘আরসিবির এখন এপ্রোচ করা প্রয়োজন। হ্যাঁ, কোহলি খেলেছেন এবং মিস করেছেন। আপনি যখন খোলস বন্দী থাকেন, তখন এটা করা সহজ নয়। আপনি এভাবেই খেলবেন, হঠাৎ করে তখন ব্যাটে বলে সংযোগ করা সহজ হয় না। তবে কোহলির এখন চেষ্টা করা প্রয়োজন। এখনই সময় কিছু বড় শট খেলার চেষ্টা করার।’

উল্লেখ্য, বিরাট কোহলির স্ট্রাইকরেট নিয়ে সমালোচনা হলেও চলতি আইপিএলে এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচে ৪৩০ রান সংগ্রহ করে আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন এই ভারতীয় তারকা ব্যাটার। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত এক সেঞ্চুরিসহ তিনটি ফিফটি রয়েছে কোহলির নামের পাশে।

আরও পড়ুন: যে কারণে গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে না পাওয়ার শঙ্কায় মায়ামি

ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৪/এফএএস 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট