টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে অংশগ্রহণ করা বেশিরভাগ আসরেই শীর্ষ রান সংগ্রাহকের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে তার নাম। সবশেষ আসরেও রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন সাবেক ভারত অধিনায়ক। তবে চলমান আসরে রানখরার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। এর ফলে এক লজ্জাজনক রেকর্ডেও নাম লিখিয়েছেন বর্তমান যুগের অন্যতম সেরা এই ব্যাটার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক আসরে অন্তত পাঁচ ইনিংস খেলা ব্যাটারদের সর্বনিম্ন গড় নিয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে। যে তালিকায় রয়েছে বাংলাদেশের তিন ব্যাটার—তামিম ইকবাল, সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। আর এই তালিকায় তামিম সৌম্যদের সঙ্গে শীর্ষ পাঁচে স্থান পেয়েছেন কোহলিও।
চলমান বিশ্বকাপে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি কোহলি। ৭ ইনিংসে ১০.৭১ গড়ে ৭৫ রান করেছেন তিনি। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক আসরে তার সর্বনিম্ন ব্যাটিং গড়। এর ফলে সর্বনিম্ন গড়ে রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন সাবেক ভারত অধিনায়ক।
আরও পড়ুন:
» দক্ষিণ আফ্রিকার ‘আট’ ও রাজা রবার্ট দ্য ব্রুসের ‘সাত’
» রোহিত-দ্রাবিড়ের বিশ্বাস, ফাইনালে রানে ফিরবেন কোহলি
লজ্জাজনক এই তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। ২০১৬ আসরে ৫ ইনিংসে ৯.৬০ গড়ে ৪৮ রান করেছিলেন তিনি। তালিকার দুই নম্বরে রয়েছেন জিম্বাবুয়ের ক্রিকেটার ওয়েসলি মাধেভেরে। সবশেষ ২০২২ আসরে ৫ ইনিংসে ৯.৮০ গড়ে ৪৯ রান করেছেন এই ব্যাটার।
তালিকার চারে রয়েছেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। এবারের বিশ্বকাপে অনেক প্রত্যাশা নিয়ে গেলেও তা পূরণ করতে পারেননি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ব্যাটার। নিজের প্রথম আসরে ৭ ইনিংসে ১০.৮৫ গড়ে ৭৬ রান করেছেন এই উঠতি তারকা।
এছাড়া পাঁচ নম্বরে রয়েছেন তামিম ইকবাল। ২০০৭ বিশ্বকাপ আসরে ৫ ইনিংসে ১১.২০ গড়ে ৫৬ রান করেছিলেন এই দেশসেরা ওপেনার।
ক্রিফোস্পোর্টস/২৮জুন২৪/বিটি