ব্যাট হাতে খারাপ সময় পার করছেন বিরাট কোহলি। সর্বশেষ দুই সিরিজে ব্যাট হাতে প্রত্যাশা অনুযায়ী রান পাচ্ছেন না এই তারকা। যে কারণে এই অভিজ্ঞ ব্যাটারকে নিয়ে বেশ সমালোচনা চলছে। তবে ব্যাট হাতে ছন্দ ফিরে পেতে তাকে ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার অনিল কুম্বলে।
টি-টোয়েন্টি থেকে বিদায়ের পর ওয়ানডে ও টেস্ট খেলে যাচ্ছেন কোহলি। বিশ্বকাপের পর ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ১০ ইনিংসে কেবল ১টি অর্ধশতক রয়েছে তার। সর্বশেষ টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে ৪ ইনিংসে ৩৩ গড়ে ৯৯ রান করেছিলেন তিনি।
চলমান নিউজিল্যান্ড সিরিজেও রান পাচ্ছেন না কোহলি। এ পর্যন্ত তিন ইনিংসে মধ্যে এক ইনিংসে ৭০ রান করেন, তবে বাকী দুই ইনিংসে করেছেন ১ রান। যার ফলে ঘরের মাঠে বেশ লজ্জায় পড়ছে ভারত।
আরও পড়ুন:
» শান্তকে এক ফরম্যাটে অধিনায়কত্ব থেকে সরানোর পক্ষে বাশার
» এক যুগ পর ঘরের মাঠে সিরিজ হারের পথে ভারত
প্রথম টেস্টে হারের পর এবার দ্বিতীয় টেস্টেও হারের শঙ্কায় স্বাগতিকরা। পুনেতে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৫৯ রানের জবাবে ১৫৬ রানে গুটিয়ে গেছে ভারত। এই ইনিংসে ১ রান করে ফিরে গেছেন কোহলি।
কোহলিদের এমন ব্যর্থতার পর তাকে নিয়ে বেশ সমালোচনা চলছে। তবে ছন্দ ফিরে পেতে ভারতের সাবেক অধিনায়ককে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন অনিল কুম্বলে।
এই সাবেক তারকা ক্রিকেটার বলেন, ‘আমার মনে হয়, কোহলি ঘরোয়া ক্রিকেটে কয়েকটা ম্যাচে খেললে ছন্দ ফিরে পাবে। মাঠে অনুশীলন করা আর ম্যাচ খেলার মধ্যে পার্থক্য রয়েছে। যদি সে মনে করতো আগে একটু ঘরোয়া ক্রিকেট খেলে নিলে ভালো, তাহলে তার জন্য সুবিধা হতো।’
পুনে টেস্টে প্রথম ইনিংসে ভারকে ১৫৬ রানে অলআউট করে ১০৩ রানের লিড নেয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে আরো ১৯৮ রান যোগ করেছে কিউইরা। এতে সফরকারীদের লিড দাঁড়িয়েছে ৩০১ রান। ফলে এই টেস্টও হারের শঙ্কায় রোহিত শর্মার দল।
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৪/বিটি