
আইপিএলে বিরাট কোহলির দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের ১৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে ‘২০০৮ থেকে অসাধারণ প্রতিভার স্বীকৃতি’ শিরোনামের স্মারক তুলে দেন বিসিসিআই সভাপতি রজার বিনি।
২০০৮ সালে আইপিএলের যাত্রা শুরুর পর থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়েই প্রতিটি আসরে খেলেছেন কোহলি। একই দলে টানা ১৮টি আসরে খেলার অনন্য নজির গড়েছেন তিনি। ক্রিকেট ইতিহাসে এমন ধারাবাহিকতা বিরল। তার প্রতি এই স্বীকৃতি শুধু আইপিএল নয়, গোটা ক্রিকেট বিশ্বেই প্রশংসিত হয়েছে।
উদ্বোধনী মঞ্চে কোহলির সঙ্গে ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও কলকাতা নাইট রাইডার্সের রিংকু সিংহ। শাহরুখের আমন্ত্রণে কোহলি মঞ্চে ওঠেন এবং দর্শকদের সঙ্গে ভাগ করে নেন বিশেষ মুহূর্ত। ‘ঝুমে জো পাঠান’ গানে শাহরুখের সঙ্গে তাল মিলিয়ে নাচতেও দেখা যায় তাকে।
আরও পড়ুন:
» ব্রাজিল ম্যাচের আগে নতুন দুশ্চিন্তায় পড়ল আর্জেন্টিনা
» সেমির আগেই বিদায়ের শঙ্কায় দুই চ্যাম্পিয়ন পর্তুগাল ও ফ্রান্স
পুরস্কার গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে কোহলি বলেন, ‘নতুন প্রজন্ম শক্তিশালী হয়ে আসছে, তবে পুরনো প্রজন্মও এখনো কিছু স্মৃতি গড়তে বদ্ধপরিকর।’ তার এই বক্তব্য অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের মধ্যে ভারসাম্যের গুরুত্ব ফুটিয়ে তোলে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠে গড়ায় আইপিএলের প্রথম ম্যাচ, যেখানে গতবারের চ্যাম্পিয়ন কলকাতার নাইট রাইডার্সকে ৭ উইকেটে পরাজিত করেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৭৪ রান করে কলকাতা। জবাব দিতে ২২ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে বিরাট কোহলিরা।
ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৫/এফএএস
