Connect with us
ক্রিকেট

অধিনায়ক হতে রাজি হলেন না কোহলি, বেঙ্গালুরুর নতুন নেতৃত্ব ঘোষণা

PL KOHLI PATIDAR
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন অধিনায়ক রজত পাটীদার

এখনো অনেকদিন বাকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের পরের মৌসুমের। এর আগেই ঘোষণা হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) অধিনায়কের নাম। যদিও শোনা যাচ্ছিলো কোহলির কাঁধে উঠবে নেতৃত্ব। কিন্তু তিনি রাজি না হওয়ায়, নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেছে আরসিবি।

গত বছরের মেগানিলামের পর থেকে জল্পনা চলছিল আরসিবির সম্ভাব্য অধিনায়ক হতে পারেন ফাফ ডুপ্লেসি। তবে মেগানিলামের আগে ডুপ্লেসিকেও ছেড়ে দেওয়া হয়। এমন কোনও ক্রিকেটারকেও নেওয়া হয়নি যিনি ভবিষ্যতের অধিনায়ক হতে পারেন। তাই হঠাৎ করেই জল্পনা ওঠে কোহলির নাম নিয়ে। শোনা যায়, কোহলি আবার নেতৃত্ব দিতে রাজি হয়েছেন।

Kohli Patidar

ক্রিজে অনেকবার জুটি বেঁধেছেন কোহলি-পাটীদার।

কিন্তু আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণার আগে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন এটাও পরিষ্কার হয়ে যায় যে, কোহলি নেতৃত্বের দৌড়ে নেই। সেটাই হয়েছে। আরসিবির অধিনায়ক হয়েছেন রজত পাটীদার।


আরও পড়ুন:

» কাল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, জয়ী দল এগিয়ে যাবে শিরোপার দিকে

» সেমিফাইনালে কেমন প্রতিপক্ষ পেল রিয়াল-বার্সেলোনা


পাটীদারকে শুভ কামনা জানিয়ে কোহলি বলেছেন, “তোমাকে অসংখ্য অভিনন্দন। যে ভাবে এই দলের হয়ে তুমি নিজের সেরাটা দিয়েছ তা মনে রাখার মতো। দলকে অনেক উঁচুতে নিয়ে যাবে এই আশা করি। আমি এবং বাকি সতীর্থ সব সময়ে তোমার পাশে থাকব। তোমার জন্য প্রচণ্ড খুশি। তুমি এই সম্মানের যোগ্য। নিজেই এটা আদায় করে নিয়েছ।”

ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হজারে ট্রফিতে রাজ্য দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রজত পাটীদারের। তিনি মধ্যপ্রদেশকে সৈয়দ মুস্তাকের ফাইনালেও তুলেছিলেন। তবে আইপিএলে অধিনায়কত্ব করেননি। কীভাবে তারকা ক্রিকেটারদের সামলে দলকে সাফল্য এনে দেবেন, সে দিকে নজর থাকবে।

আরসিবি-র প্রথম অধিনায়ক হয়েছিলেন রাহুল দ্রাবিড়। ২০০৮ সালে দলকে ১৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। পরের বছর কেভিন পিটারসেন মাত্র ছ’টি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার পর অপসারিত হন। এর পর ২০১০ পর্যন্ত অনিল কুম্বলে নেতৃত্ব দেন। ২০১১-১২ সালে দলকে মোট ২৮টি ম্যাচে নেতৃত্ব দেন ড্যানিয়েল ভেট্টোরি। এরপর ২০১১-২০২৩ এই ১২ বছর আরসিবির নেতৃত্ব ছিল কোহলির কাঁধে। ২০২২-২৪ পর্যন্ত ৪২টি ম্যাচে বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন ডুপ্লেসি।

ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট