সদ্য সমাপ্ত বিশ্বকাপের গোটা আসর জুড়ে দুর্দান্তভাবে উড়ছিল ভারত। অসাধারণ পারফরম্যান্স করছিলেন দলের একক ক্রিকেটাররাও। তবে ফাইনাল ম্যাচে এসেই যেন পা হড়কালো রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। আহমেদাবাদের বিশাল জনসমুদ্রের সামনে হতাশাজনক পরাজয় বরণ করে টিম ভারত। ঘুচানো যায়নি সমর্থকদের এক দশকের শিরোপা খরা।
দল ব্যর্থ হলেও পুরো আসর জুড়ে উজ্জীবিত ছিলেন বিরাট কোহলি। গড়েছেন যেকোনো বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান করার রেকর্ড। ফাইনাল ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে তিনি খেলেছিলেন ৫৪ রানের ঝলমলে ইনিংস। তিন শতক ও ছয় অর্ধশতকে আসরের সর্বোচ্চ ৭৬৫ রান করেন তিনি।
অন্যদিকে রোহিত শর্মাও ছিলেন দুর্দান্ত। গোটা আসরে শীর্ষ দশ রান সংগ্রাহকের মধ্যে তার স্ট্রাইক রেট ছিলো সব থেকে বেশি। এক শতক ও তিন অর্ধশতকে ৫৯৭ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় বিরাট কোহলির পর দ্বিতীয় অবস্থানে তিনি। এমনকি ফাইনাল ম্যাচেও তার হাত ধরে উড়ন্ত শুরু পেয়েছিল ভারত।
এমন অসাধারণ পারফরম্যান্সের পর ক্রিকেট বিশ্বে সাদা বলের বিশ্বকাপে, অর্থাৎ টি টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ রানের মালিক এখন এই দুই ভারতীয় ব্যাটসম্যান। তালিকার শীর্ষে আছে বিরাট কোহলি ৬২ ইনিংসে প্রায় ৬৬.৭২ গড়ে ২৯৩৬ রান করেন তিনি। অপরদিকে দুই ম্যাচ বেশি খেলে ৪৭ গড়ে ২৫৩৮ রান করেছেন রোহিত শার্মা। সাদা বলের দুই মেগা আসর মিলিয়ে রোহিতের থেকে প্রায় ৩৯৮ রান বেশি করেছেন বিরাট কোহলি।
তবে শুধু ওয়ানডে বিশ্বকাপের হিসাব করলে যথারীতি সেই তালিকার শীর্ষে রয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তার সংগ্রহ ২২৭৮ রান। তালিকায় উন্নতি করে ১৭৯৫ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বিরাট কোহলি। তিন নম্বরে রয়েছে রিকি পন্টিং। চতুর্থ অবস্থানে আছে রোহিত শর্মা, যার সংগ্রহ ১৫৭৫ রান।
আরও পড়ুন: ২০২৭ বিশ্বকাপে দল কমাতে আইসিসিকে ভারতের চাপ
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৩/এসএফ/এজে