Connect with us
ক্রিকেট

এক শর্তে টি-টোয়েন্টিতে অবসর ভেঙে মাঠে ফিরবেন কোহলি

Virat Kohli
বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

গেল বছর ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত এই ফরমেট থেকে অবসর ঘোষণা করেছিলেন দলটির অন্যতম তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তবে এবার টি-টোয়েন্টি ফরমেটে পুনরায় মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। অবশ্য এজন্য এক শর্ত জুড়ে দিয়েছেন এই ভারতীয় ক্রিকেটার।

বর্তমানে কোহলি ওয়ানডে এবং টেস্ট ফরমেটে খেলছেন। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। এবার টি-টোয়েন্টিতে ফেরার বার্তা দিলেন দলটির সাবেক এই অধিনায়ক। তবে তিনি বলেছেন, ভারত যদি ২০২৮ অলিম্পিকের ফাইনালে উঠতে পারে, তবে সেই একটি ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরতে পারেন তিনি।

গতকাল শনিবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কোহলি জানিয়েছেন, ‘যদি ভারত ২০২৮ অলিম্পিকের ফাইনালে উঠতে পারে, তাহলে হয়তো আমি একটা ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরতে পারি। অলিম্পিকের পদক গলায় ঝোলালে দারুণ একটা ব্যাপার হবে।’

আরও পড়ুন:

» বাংলাদেশের নতুন অ্যাওয়ে জার্সি কিনতে কত টাকা গুনতে হবে?

» বিদেশি লিগে ক্রিকেটারদের খেলতে দেয়া প্রসঙ্গে যা বললেন সালাউদ্দিন

অলিম্পিকে খেলার সুযোগ পাওয়া নিয়ে কোহলি বলেন, ‘অলিম্পিকের অংশ হওয়া ক্রিকেটের এবং ভারতের পক্ষে খুব ভালো ব্যাপার। পদক নিয়ে ফিরতে পারলে খুব ভালো হবে। আইপিএলের অনেক ভূমিকা রয়েছে এতে। এখন আমরা অলিম্পিকেও খেলতে পারব। কিছু উঠতি ক্রিকেটারের কাছে এটা দারুণ সুযোগ।’

ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট