Connect with us
ক্রিকেট

হাসলো না কোহলির ব্যাট, জিততে পারলো না বেঙ্গালুরু

Virat Kohli RCB
মাত্র ৭ রানেই আউট হন আগের দুই ম্যাচে রান পাওয়া কোহলি।

টানা দুটি জয়ের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে হারের তিক্ত স্বাদ পেয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হার দিয়ে মৌসুম শুরু করা গুজরাট টাইটান্স আজ হারিয়েছে কোহলির বেঙ্গালুরুকে। এই হারের দিন অবশ্য হাসেনি বিরাট কোহলির ব্যাটও।

কলকাতা নাইটরাইডার্স ও চেন্নাই সুপার কিংসকে টানা দুই ম্যাচ হারানো আরসিবি বুধবার (২ এপ্রিল) গুজরাটের মুখোমুখি হয়েছিল। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে লিয়াম লিভিংস্টোনের ফিফটি এবং জিতেশ শর্মা ও টিম ডেভিডের ত্রিশোর্ধ্ব ইনিংসে ভর করে ১৬৯ রান তোলে বেঙ্গালুরু

প্রথম ম্যাচে অপরাজিত ৫৯ ও পরের ম্যাচে ৩১ রান করা কোহলির ব্যাটে আজ আসে মাত্র ৭ রান। লিভিংস্টোন ৪০ বলে ৫৪, জিতেশ ২১ বলে ৩৩ এবং ডেভিড ১৮ বলে ৩২ রান করেন।

 Joss Butler

৩৯ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন বাটলার


আরও পড়ুন:

» বিশ্বকাপে জায়গা পেতে ঈদের দিনও ছুটি পাননি ক্রিকেটাররা

» ব্যর্থ বাবর-রিজওয়ান, নাসিম-ফাহিম জেতাতে পারলেন না পাকিস্তানকে


গুজরাটের হয়ে মোহাম্মদ সিরাজ ৩টি এবং সাই কিশোর দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ, মোহাম্মদ আরশাদ ও ইশান্ত শর্মা একটি করে উইকেট নেন। ৪ ওভারে সর্বোচ্চ ৫৪ রান খরচ করেও কোনো উইকেট পাননি রশিদ খান।

১৬৯ রানের লক্ষ্যে খেলতে শুভমান গিল ১৪ বলে ১৪ রান করে ফিরে গেলেও পরে আর বিপদে পড়তে হয়নি গুজরাটকে। সাই সুদর্শন, শেফার্ন রাদারফোর্ড ও জস বাটলার ঝড়ো গতিতে খেলা চালিয়ে জয় তুলে মাঠ ছাড়েন।

Mohammad Siraj IPL

৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ৩টি উইকেট নেন সিরাজ

গিল আউটের পর বাটলারের সঙ্গে ৭৫ রানের জুটি গড়ে ৩৬ বলে ৪৯ রানে আউট হন সুদর্শন। কিন্তু রাদারফোর্ড আর বাটলারকে পরাস্ত করা সম্ভব হয়নি। ৩২ বলে ৬৩ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করে অপরাজিত থাকেন এ দুজন। বাটলার ৩৯ বলে ৭৩ এবং রাদারফোর্ড ১৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।

ক্রিফোস্পোর্টস/০৩এপ্রিল২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট