আবারো ব্যর্থ বিরাট কোহলির বেঙ্গালুরু। গ্রুপপর্বের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে-অফে জায়গা করে নেওয়া রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে হেরে এবারের আইপিএল থেকে ছিটকে গেল। সেই সাথে বিরাট কোহলিরা গড়লো লজ্জার এক রেকর্ড।
প্লে অফে সব থেকে বেশি হারের তালিকার সবার শীর্ষে এখন অবস্থান করছে আরসিবি। এই টুর্নামেন্ট শুরু হওয়ার প্রথম থেকেই অংশগ্রহণ করছে ফ্রাঞ্চাইজিটি। এ নিয়ে প্লে অফে ১৬টি ম্যাচ খেলেছে বেঙ্গালুরু। যার মধ্যে ১০টি ম্যাচেই হেরেছে তারা। বেঙ্গালুরু ছাড়া প্লে অফে আর কেউ এত ম্যাচ হারেনি।
প্লে-অফে ম্যাচ হারার তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে চেন্নাই। ধোনিরা ২৬টি ম্যাচের মধ্যে ৯ টিতে হেরেছে। চেন্নাই সুপার কিংস এর থেকে বেশি প্লে-অফে ম্যাচ আর কোনো দল খেলেনি।
প্লে-অফে দিল্লি ক্যাপিটালস ১১টি ম্যাচের মধ্যে ৯টিতে হেরেছে। মুম্বাই ইন্ডিয়ান্স ২০টি ম্যাচের মধ্যে ৭টিতে হেরেছে। সানরাইজার্স হায়দরাবাদও ১২টি ম্যাচের মধ্যে ৭টিতে হেরেছে।
লিগ পর্বের শেষ ম্যাচে চেন্নাইকে হারিয়ে এবং নেট রানে এগিয়ে গিয়ে প্লে-অফে জায়গা করে নেয় বেঙ্গালুরু। সে জয় দেখে বেঙ্গালুরুকে নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কিন্তু প্লে-অফের প্রথম ম্যাচটিতে হেরেই বিদায় নিতে হয় বিরাট কোহলিদের।
এদিকে কোহলিদের হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে রাজস্থান। আগামীকাল রাত আটটায় সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রাজস্থান। এই ম্যাচে বিজয়ী দল ফাইনাল খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।
আরও পড়ুন: কবে মাঠে দেখা যাবে নেইমারকে, জানালেন আল হিলাল কোচ
ক্রিফোস্পোর্টস/২৩মে২৪/এইচআই/এজে