Connect with us
ক্রিকেট

র‍্যাঙ্কিংয়ে কোহলির বড় অবনতি, লিটন-মুশফিকরা কোথায়?

ICC Test rankings
হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ছবি- সংগৃহীত

ব্যাট হাতে সময়া ভালো যাচ্ছে না বিরাট কোহলির। অনেকদিন ধরেই রানখরায় ভুগছেন এই তারকা। ঘরের মাঠে সর্বশেষ দুই টেস্ট সিরিজে ব্যাট হাতে হতাশ করেছেন তিনি। যার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। প্রায় দশ বছর পর টেস্ট ব্যাটারদের তালিকায় প্রথম ২০ জনের মধ্যে জায়গা হয়নি এই তারকা ক্রিকেটার।

সদ্য হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে টেস্ট ব্যাটারদের তালিকায় ৮ ধাপ পিছিয়ে ২২ নম্বরে নেমে গেছেন কোহলি। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৬৫৫।

টেস্টে সর্বশেষ ১০ ইনিংসে কেবল ১টি অর্ধশতক রয়েছে কোহলির। যা এসেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। এর আগে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে চার ইনিংস মিলিয়ে ৩৩ গড়ে ৯৯ রান করেন কোহলি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের সিরিজে ৬ ইনিংসে ১৫.৫০ গড়ে ৯৯ রান আসে তার ব্যাট থেকে।

আরও পড়ুন:

» বাংলাদেশের সবকিছুতেই ছিল ক্লান্তির ছাপ : বুলবুল

» ভিনি-এমবাপ্পে একই পজিশনের খেলোয়াড় হওয়ায় বিপাকে রিয়াল

তবে শীর্ষ দশে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত ব্যাট করা ঋষভ পন্ত পাঁচ ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন। বড় উন্নতি হয়েছে কিউই ব্যাটার ড্যারিল মিচেলেরও। আট ধাপ এগিয়ে ৭ নম্বরে উঠে এসেছেন এই তারকা।

এদিকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। বিশেষ করে ব্যাটারদের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। যার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তালিকায় সেরা অবস্থানে থাকা মুশফিকুর রহিম ৫ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন। তার পয়েন্ট ৬০৫। তবে লিটনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ৫৯৮ পয়েন্ট নিয়ে ৩৩ নম্বরে অবস্থান করছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

লিটনের পাশাপাশি মুমিনুল হকের অবস্থানেও কোনো পরিবর্তন আসেনি। ৫৩৭ পয়েন্ট নিয়ে ৪৮ নম্বরে আছেন তিনি। এরপর সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত সমান তিন ধাপ করে পিছিয়ে ৫৫ ও ৫৬ নম্বরে অবস্থান করছেন। এছাড়া মেহেদি হাসান মিরাজ পাঁচ ধাপ পিছিয়ে ৬৮ নম্বরে নেমে গেছেন।

ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট