Connect with us
ক্রিকেট

হাইভোল্টেজ ম্যাচের আগে কোহলির ‘জন সিনা স্টাইল’ ভাইরাল

Virat Kohli imitates John Cena
বিরাট কোহলি ও জন সিনা। ছবি- সংগৃহীত

আইপিএল ২০২৫-এ মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ৭ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য হাইভোল্টেজ ম্যাচের আগে ভক্তদের চমকে দিলেন বিরাট কোহলি। ড্রেসিং রুমে নীল রঙের রিং পরে রেসলিং সুপারস্টার জন সিনার বিখ্যাত ‘ইউ ক্যান্ট সি মি’ মুভ অনুকরণ করলেন কোহলি, যেখানে ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘মাই টাইম ইজ নাও’ গানটি।

ভিডিওতে দেখা যায়, কোহলি কখনও ড্রেসিং রুমে, কখনও বাউন্ডারি লাইনের ধারে, আবার কখনও অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিডের সঙ্গে হাসি-মজায় নাচছেন। দুজনকেই দেখা যায় নাচের ছন্দে কিছু মজার স্টেপে মাততে।

ভিডিওটি আরসিবির অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেল এক্স (পূর্বের টুইটার)-এ পোস্ট করার পরপরই মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।


আরও পড়ুন

» আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে: নাহিদ রানা

» মান তো গেলই, দুঃসংবাদও সঙ্গী হলো পাকিস্তান শিবিরে


এদিকে, আইপিএল ২০২৫-এ বেঙ্গালুরুর যাত্রা বেশ জোরালোভাবে শুরু হয়েছে। তারা প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে ৭

উইকেটে হারায়, এরপর চেন্নাই সুপার কিংসকে হারায় ৫০ রানে। তবে তৃতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে হোম গ্রাউন্ডে ৮ উইকেটের ব্যবধানে পরাজিত হয় দলটি। মুম্বাই-র বিপক্ষে ম্যাচের আগে রাজত পাটিদারের নেতৃত্বাধীন দল চাইবে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে।

ব্যাট হাতে কোহলিও টুর্নামেন্টের শুরুটা দারুণ করেছিলেন—কলকাতার বিপক্ষে অপরাজিত ৫৯ রানের ঝকঝকে ইনিংস ছিল তার। যদিও এরপরের দুটি ম্যাচে ছন্দে ছিলেন না, তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অতীতেতাঁর দুর্দান্ত রেকর্ডই এবার তার আত্মবিশ্বাসের বড় ভরসা।

ম্যাচের আগে, জাতীয় দলের সতীর্থ ও মুম্বাইয়ের ওপেনার রোহিত শর্মার সঙ্গে সম্পর্ক নিয়েও মুখ খোলেন কোহলি। এক ভিডিওতে, যা আরসিবির-এর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়, এতে কোহলি বলেন, অনেকদিন একসঙ্গে খেললে একটা সম্পর্ক তৈরি হয়, যা শুধুই বন্ধুত্ব নয়—খেলাকে ঘিরে অভিজ্ঞতা, আলোচনা ও শেখার একটি প্ল্যাটফর্মও।

তিনি আরও বলেন, আমরা দুজনেই সময় সময় দলের নেতৃত্বে ছিলাম। কৌশল ও পরিকল্পনা নিয়ে বহুবার আলোচনা করেছি, এবং অধিকাংশ সময়েই একমত হয়েছি। কারণ, আমাদের লক্ষ্য একটাই—দলের জন্য সেরা সিদ্ধান্ত নেওয়া।

অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের জন্য বড় সুখবর এসেছে পেস বিভাগ থেকে—দলে ফিরেছেন জসপ্রিত বুমরাহ। দলের হেড কোচ জয়াবর্ধনে নিশ্চিত করেছেন, পিঠের চোট থেকে সেরে উঠে বুমরাহ এখন সম্পূর্ণ ফিট এবং খেলার জন্য প্রস্তুত।

ক্রিফোস্পোর্টস/৬এপ্রিল২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট