
আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেও ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। চলমান আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার তিনি গড়লেন নতুন একটি রেকর্ড এবং দলকে এনে দিলেন গুরুত্বপূর্ণ এক জয়।
স্বীকৃত টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ইনিংসে ব্যাট করে সবচেয়ে বেশি ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড এখন কোহলির দখলে।
এই তালিকায় তিনি টপকে গেছেন পাকিস্তানের বাবর আজমকে। কোহলির এমন ইনিংসের সংখ্যা এখন ৬২টি, যেখানে বাবরের আছে ৬১টি। এরপর আছেন ক্রিস গেইল (৫৭), ডেভিড ওয়ার্নার (৫৫), জস বাটলার (৫২) এবং ফাফ দু প্লেসি (৫২)।
আরও পড়ুন
» পিএসএলে এবার ভিন্ন দিন দেখলেন রিশাদ হোসেন
» আইপিএলে চেন্নাই-হায়দরাবাদ ম্যাচসহ আজকের খেলা (২৫ এপ্রিল ২৫)
সব মিলিয়ে—প্রথম কিংবা দ্বিতীয় ইনিংস মিলিয়ে—টি-টোয়েন্টিতে কোহলির ৫০ বা ততোধিক রানের ইনিংস এখন ১১১টি। এই তালিকায়ও তিনি পেছনে ফেলেছেন গেইলকে (১১০)। কেবল ওয়ার্নার আছেন তার ওপরে, যার এমন ইনিংস সংখ্যা ১১৭টি। কোহলির এই ১১১ ইনিংসের মধ্যে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ১০২টি ফিফটি।
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে কোহলির ব্যাট থেকে আসে ৪২ বলে ঝকঝকে ৭০ রান। ইনিংসটি সাজানো ছিল ৮টি চারের সঙ্গে ২টি ছক্কায়। একইসঙ্গে এই ইনিংস দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
টস হেরে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ২০৫ রান। ইনিংসের শুরুতে ফিল সল্টের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন কোহলি। এরপর দেবদূত পাডিক্কালের সঙ্গে দ্বিতীয় উইকেটে যোগ করেন আরও ৯৫ রান। পাডিক্কালও ফিফটি করেন—২৭ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫০ রান।
জবাবে ব্যাট করতে নেমে রাজস্থানের শুরুটাও ছিল আক্রমণাত্মক। যশস্বী জয়সোয়াল মাত্র ১৯ বলে করেন ৪৯ রান। এরপর ধ্রুব জুরেল ৩৪ বলে ৪৭ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। তবে শেষ দিকে চাপ সামলাতে না পেরে রাজস্থান ধসে পড়ে। শেষ ১২ বলে ১৮ রান দরকার থাকলেও তারা তুলে মাত্র ৬ রান এবং হারায় ৪টি উইকেট। ফলে ১১ রানে জয় পায় বেঙ্গালুরু।
ক্রিফোস্পোর্টস/২৫এপ্রিল২৫/এসএ
