Connect with us
ক্রিকেট

কনস্টাসকে থামাতে না পেরে কোহলির ধাক্কা! চটেছেন সাবেকরা

Virat kohli and Sam Konstas
বিরাট কোহলি এবং কনস্টাস। ছবি- সংগৃহীত

বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে এসে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয়ে গেল মাত্র ১৯ বছর বয়সী স্যাম কনস্টাসের। আর প্রথমবারের মতো জাতীয় দলে খেলার সুযোগ পেয়েই বাজিমাত করেছেন তিনি। ওপেনিংয়ে তার দারুন আগ্রাসী ব্যাটিংয়ে ভালো শুরু পায় অজিরা। ওয়ানডে মেজাজে তুলে নিয়েছেন নিজের অভিষেক ম্যাচেই ফিফটি।

২ ছক্কা ও ৬ চারের সুবাদে ৬৫ বলে ৬০ রানের ইনিংস খেলেন কনস্টাস। তবে রানের চেয়েও নজরকাড়া বিষয় ছিল তার ব্যাটিং করার অ্যাপ্রোচ। জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজদের মতো বোলারদের সামনে যেভাবে খেলেছেন এই তরুণ ক্রিকেটার, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ৩ বছর ও ৪৪৮৩ বল পর টেস্ট ক্রিকেটে ছক্কা হজম করেছেন বুমরাহ। তাও আবার রিভারসুইপ খেলে হাকিয়েছেন কনস্টাস।

এমন আগ্রাসী ক্রিকেটারকে থামাতেই হয়তো মাইন্ড গেম খেলার চেষ্টা করেছিলেন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। ইনিংসের ১০ম ওভারের শেষে দিক পরিবর্তন করতে গিয়ে কনস্টাসের সঙ্গে কাধে ধাক্কা লাগে বিরাট কোহলির। তবে কিংবদন্তি এই ক্রিকেটারের ধাক্কায় দমে যাননি তরুণ অজি ক্রিকেটার। তৎক্ষণাৎ জবাব দিয়েছেন মুখে। বিষয়টি সমাধানে ছুটে আসেন আরেক ওপেনার উসমান খাজা এবং ফিল্ড আম্পায়ার।

রিপ্লেতে দেখা যায় ওভার শেষ হতেই প্রান্ত বদল করতে হাঁটা শুরু করেন কনস্টাস। ঠিক একই সময় দিক পরিবর্তন করছিলেন কোহলি। তবে এক পর্যায়ে পিচের কাছে সরে এসে কনস্টাসকে ধাক্কা মারেন বিরাট। আচমকা এমন কিছু ঘটবে তা হয়তো ভাবেননি সেই তরুণ ক্রিকেটার। তবে বিরাট কোহলির এমন কাণ্ডে চটেছেন সাবেক ক্রিকেটাররা।

ধারাভাষ্যকার মাইকেল ভন বলছিলেন, কনস্টাসকে উত্তেজিত করার জন্যই এমন কাজ করেছেন কোহলি। তবে এই কাজের জন্য কোহলি কখনোই গর্ব অনুভব করবেন না এই ভারতীয় ক্রিকেটার। ভনের মতে কনস্টাস স্রেফ হেঁটে যাচ্ছিল। সাবেক ইংলিশ অধিনায়ক মনে করেন বিরাট কোহলি নিজের পথ পরিবর্তন করে এমন কাণ্ড ঘটিয়েছেন কনস্টাসকে উত্তেজিত করতে।

ম্যাচের শুরুর দিকে এমন ঘটনায় খুশি হতে পারেননি ভারতীয় গ্রেট সুনীল গাভাস্কারও। তিনি মনে করেন দুজনেরই শাস্তির সম্ভাবনা আছে, ‘সরে গেলে কেউ ছোট হয়ে যেত না। প্রথমে মনে হয়েছিল যে, দুজনেই নিচে তাকিয়ে ছিল। এখন দেখার বিষয়, কাকে বেশি জরিমানা দিতে হয়।’

আরও পড়ুন:

» ইয়েশার প্রিয় ক্রিকেটার সাকিব, মুগ্ধ বাংলাদেশের আতিথেয়তায়

» কে এই যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার? খেলতে চান বাংলাদেশের হয়ে

এদিকে ধারাভাষ্যকক্ষে থাকা আরেক সাবেক ক্রিকেটার রিকি পন্টিংও চটেছেন বেশ। তিনি বলেছেন, ‘বেশ কিছু অ্যাঙ্গেল থেকে আমরা ঘটনাটি দেখেছি। আমাকে বলতেই হচ্ছে, ওই পর্যায়ে ভারতের ফিল্ডারদের কোনো অবস্থাতেই ব্যাটসম্যানের ধারেকাছে যাওয়ার কথা নয়। ব্যাটসম্যানরা কোথায় থাকবে সেটা প্রতিটা ফিল্ডারই জানে।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, কনস্টাস অনেক দেরিতে খেয়াল করেছে বিষয়টা। কেউ তার সামনে থাকতে পারে, সম্ভবত তার ভাবনায় ছিল না। কিন্তু স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে (কোহলি) বেশ কিছু প্রশ্নের জবাব দিতে হতে পারে তাকে।’

এমন ঘটনার কিছুক্ষণ পরেই নিজের প্রথম অর্ধশতক তুলে নিয়েছেন এই তরুণ অজি ওপেনার। অবশ্য এরপর জাদেজার বোলিংয়ে এলবিডব্লিউ হয়ে ফিরে যেতে হয় কনস্টাসকে। জাতীয় দলে অভিষেকের আগে বিগ ব্যাশে দুই ম্যাচ খেলে একটিতে পেয়েছেন ঝড়ো ফিফটির দেখা। চলতি বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে শিরোপা জয়ী দলেও ছিলেন কনস্টাস।

ক্রিফোস্পোর্টস/২৬ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট