আইপিএলের দশম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এ ম্যাচে ঘরের মাঠে বোলিংয়ে যেন কোনো পাত্তাই পেল না কোহলিরা। তাদের দেওয়া ১৮৩ রানের টার্গেট হেসেখেলেই টপকে গেল শ্রেয়াস আইয়ারের দল।
শুক্রবার (২৯ মার্চ) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। আগে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানেই অধিনায়ক ফাফ ডু প্লেসিকে হারায় বেঙ্গালুরু। এরপর কোহলি ও ক্যামেরন গ্রিনের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। গ্রিন ৩৩ করে ফিরে গেলে পরবর্তীতে ম্যাক্সওয়েলের ২৮ এবং শেষদিকে দীনেশ কার্তিকের ২০ রানের পাশাপাশি কোহলির অপরাজিত ৮৩ রানে ভর করে ১৮২ রানের লড়াকু পুজি পায় আরসিবি।
১৮২ রানের লড়াকু পুজি গড়েও রক্ষা হয়নি বেঙ্গালুরুর। কলকাতার ব্যাটারদের কাছে এদিন কোনো পাত্তাই পায়নি বেঙ্গালুরুর বোলাররা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ বল ও ৭ উইকেট হাতে রেখে হেসেখেলেই জয় তুলে নেয় কলকাতা।
উদ্বোধনীতে সুনীল নারিন ও ফিল সল্টের ৩৯ বলে ৮৬ রানের ঝোড়ো জুটিতেই ম্যাচ থেকে ছিটকে যায় কোহলিরা। নারিন ৪৯ ও সল্ট ৩০ করে ফিরে গেলে পরবর্তীতে ভেঙ্কটেশ আইয়ারের ৫০ এবং শ্রেয়াস আইয়ারের ৩৯ রানে ভর করে সহজেই জয়ের বন্দরে পৌছে যায় কলকাতা।
এদিন কলকাতার হয়ে ২ টি করে উইকেট শিকার করেছেন আন্দ্রে রাসেল ও হার্শিত রানা। আর বেঙ্গালুরুর হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন তিনজন বোলার।
এ নিয়ে চলতি আসরে কলকাতার দ্বিতীয় জয়। দুই ম্যাচের দুটিতে জয় পেয়েছে তারা। অপরদিকে তিন ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বেঙ্গালুরু। অপর একটি ম্যাচে জয় পেয়েছে দলটি।
আরও পড়ুন: গেইলকে ছাড়িয়ে সর্বোচ্চ ছক্কার মালিক কোহলি
ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৪/এমটি