আইপিএলে বাঁচা মরার ম্যাচে টিকে গেল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি হারলেই ছিটকে যেত নাইট রাইডার্স। এমন সমীকরণে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পাঁচ রানের নাটকীয় এক জয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো কলকাতা নাইট রাইডার্স।
বৃহস্পতিবারের ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে ৯ রান দরকার ছিল হায়দরাবাদের। তবে বরুণ চক্রবর্তীর নৈপুণ্যতায় ভুবনেশ্বর কুমারদের জয় ছিনিয়ে নেয় কলকাতা।
আরও পড়ুন: লঙ্কা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের তিন ক্রিকেটার
এদিকে আসরে এ পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে কলকাতা। আর ৯ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে তালিকায় ৯ নম্বরে হায়দরাবাদ। এছাড়া সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে দিল্লি ক্যাপিটালস। এমন সমীকরণে হাতে থাকা ৪টি ম্যাচই জিততে হবে কেকেআর কে। একটি এর মধ্যে একটি ম্যাচ হারলেই বেজে যাবে বিদায় ঘণ্টা।
এদিন টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কলকাতা। দুই ওপেনার জেসন রয় ও গুরবাজ শুরুতেই দলকে বিপদে ফেলেন। গুরবাজ রানের খাতা খুলতেই পারেননি। আর ভেঙ্কটেশ আইয়ার চার বলে ৭ রান করে ফিরে যান। ১৬ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা কলকাতার আরেক ওপেনার জেসন রয় মাত্র ২০ রানে আউট হন।
এরপর হাল ধরেন অধিনায়ক নীতীশ রান ও রিঙ্কু সিং। দুজনে ৬১ রানের পার্টনারিশপে ভর করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করে কেকেআর।
জবাবে ব্যাট করতে নেমে ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে বসে হায়দরাবাদ। অরেঞ্জ আর্মিদের হয়ে শুরুতে রানের চাকা বড় করতে পারেননি কোনো ব্যাটার। পঞ্চম উইকেটে এইডেন মার্করাম ও এনরিখ ক্লাসেন ৭০ রান করে আশা দেখালেও ম্যাচ বের করতে পারেননি।
শেষ ওভারে দলের যখন মাত্র ৯ রান দরকার তখন বরুণ চক্রবর্তীর ৬ বল থেকে ৩ রানের বেশি নিতে পারেননি ভুবনেশ্বর কুমার ও মায়াঙ্ক মারকান্দে। এতে শেষ ওভারের নাটকীয়তায় ৮ উইকেটে ১৬৬ রানে থামে হায়দরাবাদের রানের চাকা।
আরও পড়ুন: রোনালদোকে কেনা আল নাসর প্রেসিডেন্টের পদত্যাগ
ক্রিফোস্পোর্টস/৫মে২৩/এসএ