Connect with us
ক্রিকেট

চেন্নাইকে ১৩৮ রানের সহজ লক্ষ্য দিল কলকাতা

IPL_CSK vs KKR
কলকাতাকে ১৩৭ রানেই আটকে দিয়েছে চেন্নাই। ছবি- সংগৃহীত

টানা দুই হারের পর আজ নিজেদের পঞ্চম ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কলকাতা নাইট রাইসার্সের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে সক্ষম হয়েছে কলকাতা।

এদিন ঘরের মাঠে শুরুটা দারুণ হয় চেন্নাইয়ের। ইনিংসের প্রথম বলেই ফিল সল্টের উইকেট তুলে নেন তুষার দেশপান্ডে। এরপর সুনীল নারিন ও অংকৃষ রঘুবংশীর ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। ইনিংসের সপ্তম ওভারে দলীয় ৫৬ রানের মাথায় তাদের ৩৬ বলে ৫৬ রানের বিধ্বংসী জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। একই ওভারে ওপেনার নারিনকেও ফেরান জাদেজা।

পরের ওভারে আবারো উইকেট তুলে নেন জাদেজা। এবার জাদেজার শিকার ভেঙ্কটেশ আইয়ার। ৮৫ রানের মাথায় কলকাতার পঞ্চম উইকেটের পতন ঘটে। এরপর ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় দলটি। পরবর্তীতে শ্রেয়াস আইয়ার ও রিংকু সিংয়ের ৩০ বলে ২৭ রানের জুটি এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ১৩৭ রানের পুজি পায় দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

চেন্নাইয়ের হয়ে চার ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন রবীন্দ্র জাদেজা। এছাড়া দেশপান্ডে ৩টি উইকেট নেন।

চার ওভারে মাত্র ২২ রান খরচায়  ২টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। এতে আসরের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আবারো শীর্ষে ফিরেছেন কাটার মাস্টার এবং পার্পল ক্যাপ ফিরে পেয়েছেন।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে ইংল্যান্ড দলে ফিরছেন জোফরা আর্চার 

ক্রিফোস্পোর্টস/৮এপ্রিল২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট