Connect with us
ক্রিকেট

শেষ মুহূর্তে সাকিব-লিটনকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স

shakib al hasan and liton dash
সাকিব আল হাসান ও লিটন দাস । ছবি- গুগল

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছেন টাইগার ব্যাটার লিটন কুমার দাস। তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাকে নেওয়ার পরই টাইগার পোস্টার বয় সাকিব আল হাসানকে দলে ভেড়ায় কলকাতা।

শুক্রবার নিলামে প্রথম দফায় কোনো দল পাননি বাংলাদেশের ক্রিকেটাররা। তবে দ্বিতীয় দফায় বাংলাদেশের এই দুই ক্রিকেটারকে কিনে নেয় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।

এতে লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। এই দামেই তাকে শেষ মুহূর্তে কিনে নেয় কেকেআর। এছাড়া শেষ মুহূর্তে সাকিবকেও ভিত্তিমূল্য দেড় কোটিতে নিয়ে নেয় কলকাতা।

এদিকে এর আগে আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবালের আইপিএলে দল পাওয়ার সুযোগ হয়েছিল।

তবে সাকিব আর মোস্তাফিজই কেবল নিয়মিত খেলার সুযোগ পেয়েছেন। তবে এবার মোস্তাফিজ আছেন দিল্লি ক্যাপিটালসে।

আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান

ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২২/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট