বাংলাদেশে চলছে চরম গরম। বাদ যাচ্ছে না ওপার বাংলাও। তীব্র এই গরমের মধ্যে কলকাতার ইডেন গার্ডেনে দেখা গেল রানের বন্যা। এক দল আগে ব্যাট করে করলো ২৬১ রান। অপর দল সেই রান তাড়া করে জয় পেল তাও ৮ বল বাকি থাকতেই।
শুক্রবার রাতে ইডেন গার্ডেন্সে দু’টি বিশ্বরেকর্ড দেখা গেল। সঙ্গে একাধিক নজিরও তৈরি হল। সব মিলিয়ে ইতিহাস তৈরি হল এই ম্যাচে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের টার্গেটে জয়
এর আগে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার। গত বছর সেঞ্চুরিয়নের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল তারা। তৃতীয় স্থানে মিডলসেক্স। সারের বিরুদ্ধে ২০২৩ সালে ২৫৩ রান তাড়া করে জিতেছিল তারা।
টি-টোয়েন্টিতে একটি ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা
টি-টোয়েন্টিতে একটি ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার তালিকায় প্রথম তিন স্থানেই রয়েছে আইপিএলের তিনটি ম্যাচ। সবকটাই হয়েছে এ বছর। কলকাতা-পাঞ্জাব ম্যাচে মোট ৪২টি ছয় রয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ-মুম্বাই এবং হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচ। দু’টিতেই ৩৮টি করে ছয় হয়েছে। ৩৭টি ছয় নিয়ে চতুর্থ স্থানে আফগানিস্তান প্রিমিয়ার লিগে বল্খ লেজেন্ডস এবং কাবুল জোয়াননের ম্যাচ।
আইপিএলে সর্বোচ্চ রান তাড়া করে জয়
১৭ বছরের আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের বিবেচনায় গতকালকের ম্যাচ প্রথম স্থানে। এর আগে ২০২০ সালে রাজস্থান শারজায় ২২৪ তাড়া করে জিতেছিল এই পাঞ্জাবের বিরুদ্ধে। এ বছর ইডেনে কিছু দিন আগে এই রাজস্থানই ২২৪ রান তাড়া করে জিতেছিল কলকাতার বিরুদ্ধে। ২০২১ সালে ২১৯ তাড়া করে চেন্নাইকে হারিয়েছিল মুম্বাই।
আইপিএলে একটি ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা
কলকাতার বিরুদ্ধে পাঞ্জাবের ব্যাটারেরা মোট ২৪টি ছয় মেরেছেন। এটি সর্বোচ্চ। এর আগে এই আইপিএলেই বেঙ্গালুরুর বিরুদ্ধে হায়দরাবাদের ব্যাটাররা ২২টি ছয় মেরেছিলেন। দিল্লির বিরুদ্ধে এ বারই হায়দরাবাদের ব্যাটারেরা ২২টি ছয় মেরেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে এই রেকর্ড নেপালের। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে নেপাল ২৬টি ছয় মেরেছিল।
এবার জেনে নিন শুক্রবারের ম্যাচে মোট রান হয়েছে ৫২৩। যা আইপিএল রেকর্ডে তালিকায় তৃতীয়। এবারের আসরেই হায়দরাবাদ বনাম বেঙ্গালুরু ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৫৪৯ রান হয়েছিল। তার আগে হায়দরাবাদ বনাম মুম্বাই ম্যাচে ৫২৩ রান হয়েছিল। শুক্রবার ইডেনে সেই একই রান হল। কলকাতা এবং পাঞ্জাবের ইনিংস মিলিয়ে উঠল ৫২৩ রান। তার আগে ২০১০ সালে চেন্নাই বনাম রাজস্থানের মোট ৪৬৯ রান দীর্ঘ ১৩ বছর ছিল শীর্ষে।
আরও পড়ুন: পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচসহ আজকের খেলা (২৭ এপ্রিল ২৪)
ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৪/এজে