Connect with us
ক্রিকেট

আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ ২৭২ রান করল কলকাতা

Kolkata scored 272 runs, the second highest in IPL
দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন সুনীল নারিন। ছবি- সংগৃহীত

চলতি আইপিএলে রান বন্যায় মেতেছে দলগুলো। গত কয়েকদিন আগেই বেঙ্গালুরুর দলীয় সর্বোচ্চ ২৬৩ রানের রেকর্ড ভেঙে ২৭৭ রানের নতুন রেকর্ড গড়ে সানরাইজার্স হায়দরাবাদ। তবে অল্পের জন্য হায়দরাবাদের রেকর্ড ভাঙতে না পারলেও বেঙ্গালুরুর রেকর্ড ঠিকই ভেঙে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলের ১৬ তম ম্যাচে আজ (৩ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে ব্যাট করে ২৭২ রান সংগ্রহ করেছে কলকাতা। এতে ক্রিস গেইল-ডিলিয়ার্সদের দশ বছরের পুরোনো রেকর্ডে হায়দরাবাদের পর এবার ভাগ বসালো কলকাতা।

এদিন ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সুনীল নারিন ও ফিল সল্টের কল্যাণে দারুণ শুরু পায় কলকাতা। দলীয় ৬০ রানের মাথায় সল্টকে হারালেও নারিন ও নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা আংক্রিশ রঘুবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই ৮৮ রান তুলে নেয় দলটি।

পাওয়ার প্লের পরও থামানো যায়নি কলকাতার ব্যাটারদের। মাত্র ২১ বলে অর্ধশতক তুকে নেন নারিন। দলীয় দেড়শ পেরোতেও বেশি সময় নেয়নি দলটি। মাত্র ১১ ওভারেই পৌঁছে যায় দেড়শ’র ঘরে।

দলীয় ১৬৪ রানের মাথায় আউট হয়ে যান নারিন। ফেরার আগে ৩৯ বলে ৮৫ রান করেন তিনি। এছাড়া রঘুবংশীর ৫৪, আন্দ্রে রাসেলের ৪১ এবং শেষদিকে রিংকু সিংয়ের ২৬ রানের কল্যাণে ২৭২ রানের বিশাল পুজি পায় কলকাতা।

দিল্লির হয়ে খরুচে বোলিংয়ের দিনে এনরিচ নরটেজে ৩ টি এবং ইশান্ত শর্মা ২টি উইকেট শিকার করেছেন।

আরও পড়ুন: মুস্তাফিজ না খেললে তার জায়গায় সুযোগ পাচ্ছেন কে? 

ক্রিফোস্পোর্টস/৩এপ্রিল২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট