ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ ধর্মশালায় মাঠে গড়িয়েছে গতকাল। এই টেস্টের প্রথম দিন স্পিন ঘূর্ণিতে ইংলিশদের কুপোকাত করে ছেড়েছে ভারত। প্রথম ইনিংসে ২১৮ রানেই ইংল্যান্ডকে অলআউট করেছে স্বাগতিকরা। এদিন এক ইনিংসে চতুর্থবারের মতো ৫ উইকেট শিকার করেছেন তিনি।
এদিন নিজের ফাইফার তুলে নেওয়ার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে ৫০ উইকেট শিকার করেছেন কুলদীপ যাদব। ইংলিশদের প্রথম চার উইকেট শিকার করে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ভারতের হয়ে এখন পর্যন্ত মাত্র ১২ ম্যাচ খেলে উইকেটের ফিফটি করলেন কুলদীপ। এই ম্যাচে ১৫ ওভার বল করে ৭২ রান খরচায় তিনি তুলে নেন ৫ উইকেট।
তবে যদি দ্রুততম সময়ে ৫০ উইকেট শিকারের তালিকা করা হয় তবে ভারতের টেস্ট ইতিহাসে সবার উপরে থাকবে কুলদীপ যাদবের নাম। বলের হিসাবে মাত্র ১৮৭১ বল করে এই কীর্তি করেছেন তিনি। ভারতের আর কোন বোলার এত কম বলে উইকেটের প্রথম অর্ধশতক তুলে নিতে পারেননি।
এর আগে এই মাইলফলক ছুঁতে অক্ষর প্যাটেল হাত ঘুরিয়েছিলেন ২২০৫ বার। এছাড়া ২৫২০ বলে টেস্টে ৫০ উইকেট নিয়ে এই তালিকার তিন নম্বরে রয়েছে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। তবে বিশ্ব ক্রিকেটে দ্রুততম পঞ্চাশ উইকেট শিকারের রেকর্ড এটি নয়। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ছয় ম্যাচ খেলেই এই তালিকায় নাম লিখেছিলেন চার্লি টার্নার।
আরও পড়ুন: মাঠে ফিরে নিষ্প্রভ রোনালদো, হারলো আল নাসর
ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৪/এফএএস