Connect with us
ক্রিকেট

প্রোটিয়া ম্যাচে লিটন গড়তে পারেন ব্যবধান, মনে করেন কুম্বলে

লিটন দাস। ছবি- ক্রিকইনফো

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর এবার টাইগারদের লক্ষ্য দক্ষিণ আফ্রিকা বদ। তবে কাজটা যে বেশ সহজ নয় তা মনে করিয়ে দিলেন অনিল কুম্বলে। দক্ষিণ আফ্রিকাকে হারাতে তাই বাংলাদেশকে পরামর্শ দিয়েছেন এই সাবেক ভারতীয় ক্রিকেটার।

অনিল কুম্বলে বিশেষভাবে বলেছেন লিটন কুমার দাসের কথা। বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৮ বলে ৩৬ রান করা লিটনের সেই ইনিংসটিও গুরুত্ব সহকারে দেখছেন তিনি। লো স্কোরিং সেই ম্যাচে লিটনের ওই ইনিংসটাই ছিল দারুণ কার্যকরী। তবে আজকের ম্যাচে লিটনের পাশাপাশি সাকিবকেও ব্যাটিংয়ে বড় দায়িত্ব পালন করতে হবে বলে মনে করেন এই সাবেক ক্রিকেটার।

তিনি বলেন, ‘বাংলাদেশকে যদি দক্ষিণ আফ্রিকাকে হারাতে হয় তাহলে ব্যাটিং ভালো করতে হবে। আমার মনে হয় এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার হবেন লিটন দাস। তার ওপর দল অনেক আশা করবে, সেও চাপে থাকবে। সে ভালো খেলোয়াড়, গেল ম্যাচেও রান পেয়েছে। সাকিব আল হাসান আছেন আরেকজন। মূলত লিটন ও সাকিবের ওপরই অনেক কিছু নির্ভর করবে।’

এদিকে ছন্দহীন শান্ত এবং সৌম্য সরকারের মাঝেও আশা দেখছেন কুম্বলে, ‘শান্তও ভালো খেলোয়াড়, গেল ম্যাচে রান পায়নি। সৌম্যকে দেখে মনে হয় অনেক প্রতিভাবান, প্রতি ম্যাচেই মনে হয় যে আজকে সে রান করবে। যে কোন সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে সে। তবে সে রানে নেই, সে চাপে আছে। তবে দক্ষিণ আফ্রিকাকে হারাতে লিটন ও সাকিবকে সামনে থেকে ব্যাটিংয়ে দলকে নেতৃত্ব দিতে হবে।’

বাংলাদেশি বোলারদেরও বিশেষ পরামর্শ দিয়েছেন অনিল কুম্বলে। এই উইকেটে বোলাররা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তা ভালোভাবেই জানা তার। কুম্বলে বলেন, ‘গেল ম্যাচে তাসকিন-মুস্তাফিজ খুব ভালো বোলিং করেছে। তাদেরকে এই ম্যাচে পাওয়ার প্লে’তে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখতে হবে। প্রথম ৬ ওভারে বেশী উইকেট তুলে নিলেই ম্যাচে এগিয়ে যাবে বাংলাদেশ।’

উপমহাদেশের বাইরের দল এমন উইকেটে খেলে অভ্যস্ত নয় বলেও মনে করিয়ে দিলেন তিনি, ‘আপনি উইকেটের দিকে তাকালেই তো চাপ অনুভব করবেন। যদি না আপনি উপমহাদেশের দল হন। তাই আফ্রিকা চাপে থাকবে শুরু থেকেই। আপনি জানেন না কত রান করতে হবে, মিলারকেও জিজ্ঞেস করে দেখবেন সেও বলবে না যে সে উইকেটে থিতু হতে পেরেছিল।’

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে হারানোর টোটকা দিলেন তামিম

ক্রিফোস্পোর্টস/১০জুন২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট