নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচে চালকের আসনে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে শতক হাকানোর পাশাপাশি দলকে এগিয়ে নিয়েছেন বড় লক্ষ্যের পথে। ৭ উইকেট হাতে রেখে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২০৫ রানের লিড বাংলাদেশের। তবে কিউইদের জন্য বড় চিন্তার কারণ হতে পারে শান্তর এখনো ক্রিজে টিকে থাকা। তাই পরবর্তী দিন শান্তকে নিয়ে পরিকল্পনার কথা জানালো নিউজিল্যান্ড।
সিলেট টেস্টের তৃতীয় দিন ২ উইকেট হাতে নিয়ে শুরুর সকালে ৩১৭ রান পর্যন্ত করতে পারে নিউজিল্যান্ড। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই মাহমুদুল হাসান জয় ও জাকির হোসেনের উইকেট হারায় টাইগাররা। তবে মুমিনুলকে সঙ্গে করে ইনিংস মেরামতের কাজ করেন কাপ্তান শান্ত। তবে ব্যক্তিগত ৪০ রানে মমিনুল ফিরে গেলে ভেঙে যায় তাদের ৯০ রানের জুটি।
পুনরায় মুশফিক কে সাথে নিয়ে দিনের শেষ পর্যন্ত স্কোরবোর্ডে যোগ করেন আরো ৯৬ রান। এর মাঝে তুলে ফেলেন নিজের পঞ্চম শতক। প্রথম ইনিংসেও দুর্দান্ত শুরু করেছিলেন শান্ত। ওয়ানডে মেজাজে করেছিলেন ৩৫ বলে ৩৭ রান। টাইগার অধিনায়কের ব্যাটে ভর করে তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২১২ রান স্কোরবোর্ডে দাড় করে বাংলাদেশ।
তৃতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আসেন কাইল জেমিসন। টাইগার কাপ্তানের খেলা দুর্দান্ত ইনিংসের প্রশংসা করে তিনি বলেন, ‘সে খুব চমৎকার ব্যাটিং করেছে। আমার মনে হয় তিনি ব্যাটিংয়ে অসাধারণ নিয়ন্ত্রণ দেখিয়েছে। সুযোগ পেলেই বড় রান বের করেছেন, না হয় সিঙ্গেল নিয়ে রানের চাকা সচল রেখেছেন। তার ইনিংসটা ছিল দেখার মতো।’
আগামীকাল দ্রুত কিছু উইকেট তুলে নেওয়াই এখন কিউইদের লক্ষ্য বলে জানান জেমিসন। শান্তকে নিয়ে তাদের পরিকল্পনার ব্যাপারে বলেন, ‘আমরা নিজেদের মত চেষ্টা করেছি, তবে সে ভালো খেলেছেন। আমাদের খুব একটা সুযোগ দেয়নি সে। উইকেটও ছিল ব্যাটিং সহায়ক। রাতে তাকে নিয়ে আমরা পরিকল্পনা করতে বসবো, দেখি কাল নতুন কোনো উপায় নিয়ে আসতে পারি কি না।’
আরও পড়ুন: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো যে ২০ দল
ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৩/এসএফ/এমটি