রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে অধ্যায় এখনো সুখকর হয়নি। ফরাসি এ ফরোয়ার্ড তার সেরা ফর্ম থেকে অনেকটাই দূরে রয়েছেন। মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে তার পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি, এতে বিস্মিত মাদ্রিদ সমর্থক ও ক্লাব কর্মকর্তারা।
শুধু রিয়াল নয়, ফ্রান্স জাতীয় দলেও উদ্বেগ বেড়েছে। কিলিয়ান এমবাপ্পে বর্তমান ফর্ম হীনতার কারণে ক্লাব থেকে জাতীয় দলে— বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। এমন কঠিন সময়ে এমবাপ্পের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের তার সতীর্থ ও লিভারপুলের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে।
স্প্যানিশ ক্রীড়া সংবাদ মাধ্যম মুন্ডো দেপোর্তিভো’কে দেওয়া এক সাক্ষাৎকারে লিভারপুল ও ফ্রান্সের এ ডিফেন্ডার বলেন, ‘যদি কিলিয়ানের মনস্তাত্ত্বিক বা ব্যক্তিগত সমস্যাগুলো থাকে, তবে আমরা সবসময় তার সাহায্যে প্রস্তুত থাকবো। আমরা তাকে সাহায্য করবো।’
আরও পড়ুন :
» ফ্রান্সের হয়ে কেন খেলতে চান না এমবাপ্পে?
» ভিনি-এমবাপ্পে একই পজিশনের খেলোয়াড় হওয়ায় বিপাকে রিয়াল
» বিদ্যুতের অভাবে উপহারের ফ্রিজ নিতে পারছেন না সাফজয়ী ফুটবলার
কোনাতে বলেন, ‘এমবাপ্পে’র এই কঠিন সময়ে ফরাসি জাতীয় দলের মধ্যে একতা ও সহমর্মিতা বজায় রয়েছে।’
এদিকে কিলিয়ান এমবাপ্পে’র জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ— আত্মবিশ্বাস পুনরুদ্ধার করা একইসঙ্গে ফর্মে ফিরে আসা। ফুটবল বিশ্বে নিজের স্থান ফিরে পেতে এই সময়ে সতীর্থদের পাশে পাওয়া এমবাপ্পে’র মনোবল বাড়িয়ে তুলতে বেশ সহায়তা করবে বলে মত সমর্থকদের।
ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২০২৪/এসএ