পিএসএল শুরুর মাত্র দুই দিন আগে পেসার হারিস রউফকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাতিল করায় পিসিবির সমালোচনা করেছেন লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। তিনি পিসিবির এ সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রানা বলেন, সিদ্ধান্তটি সঠিক কিনা তা নিয়ে আলোচনায় যেতে চাই না; তবে এ বিষয়টি আমাদের দলের প্রচারকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।
লাহোর কালান্দার্সের মালিক বলেন, রউফ আমাদের প্রধান বোলার, শাহীন আফ্রিদির পরে আমাদের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। তাকে প্রকাশ্যে অপমান করা এবং কেন্দ্রীয় চুক্তি থেকে তাকে বাতিল ঘোষণা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করা দুঃখজনক। আমি কখনই আমার প্লেয়ারদের সঙ্গে এমন আচরণ করবো না।
তিনি বলেন, এই সময় ঘোষণাটি সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল। কেননা, এখন কোনো দেশ পাকিস্তানে সিরিজ খেলতে আসছে না বা এমন কোনো জরুরি পরিস্থিতির সৃষ্টিও হয়নি যে পিএসএলের দুদিন আগে এমন ঘোষণার প্রয়োজন ছিল। যুক্তি যাই হোক না কেন, হারিসের জন্য সময়টি সত্যিই খারাপ ছিল। এটি তার জন্য মানসিকভাবে একটি বড় ধাক্কা ছিল। কারণ তার জীবনের মূল লক্ষ্য পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলা।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে না চাওয়ায় পাকিস্তানি পেসার হারিস রউফকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাতিল করেছিল দেশটির ক্রিকেট বোর্ড। পাশাপাশি আগামী ৩০ জুন পর্যন্ত বিদেশের লিগে তাকে খেলতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না বলেও জানিয়েছে পিসিবি। এমন শাস্তির পর স্বাভাবিকভাবেই প্রবল চাপে আছেন রউফ।
এদিকে এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় শাহীন আফ্রিদি বলেছিলেন, পিসিবি বুঝতে পারবে; পিএসএল শুরু হওয়ার ঠিক আগে এমন সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়।
অপরদিকে পিএসএল শুরুর আগেই ফর্মের সন্ধানে ছিলেন রউফ। শুরুটাও খারাপ ছিল কিন্তু করাচি কিংসের বিপক্ষে চার ওভারে ২২ রানে ১ উইকেট নিয়েছিল, যদিও কালান্দার্স শেষ পর্যন্ত দুই উইকেটে পরাজিত হয়। এ ম্যাচের শেস সময়ে ইনজুরিতে পরেন রউফ। ম্যাচের শেষ বলে একটি ক্যাচ নেওয়ার জন্য ড্রাইভ দেওয়ার সময় তিনি কাঁধে আঘাত পান। এর ফলে তাকে প্রায় ছসপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে।
আরও পড়ুন: দ্রুতই চেন্নাই শিবিরে যোগ দেওয়া হচ্ছে না মুস্তাফিজের
ক্রিফোস্পোর্টস/৩মার্চ২৪/আরআর/এসএ